ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মহেশপুর সীমান্তে আটক বাংলাদেশিকে ফেরত দেয়নি বিএসএফ

আসিফ ইকবাল কাজল, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১০

ঝিনাইদহ : মহেশপুর সীমান্ত থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) আমিনুর রহমান নামে এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেলেও গত ২ দিনে তাকে ফেরত দেয়নি। এ বিষয়ে পতাকা বৈঠকে তেমন কোনো সুরাহাও হয়নি।



বৈঠকে বিএসএফ জানায়, খারাপ আচারণ করার কারণে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।
 
বিডিআরের যাদবপুর কোম্পানি কমান্ডার সুবেদার আব্দুর রশিদ জানান, বৃহস্পতিবার সকালে মহেশপুর উপজেলার বেতবেড়ে গ্রামের রস্তম আলীর ছেলে আমিনুর রহমান (২৫) সকাল ১০টার দিকে সীমান্তে ঘাস কাটতে যায়। এ সময় ভারতীয় মধুপুর ক্যাম্পের বিএসএফ জোর করে তাকে ধরে নিয়ে গিয়ে নির্যাতন করে। বিষয়টি জানতে পেরে যাদবপুর ক্যাম্পের বিডিআর তাকে ফেরত চেয়ে চিঠি পাঠায়।

এ নিয়ে বিডিআর ও বিএসএফ শুক্রবার বিকালে ৪৯ নম্বর মেইন পিলারের কাছে পতাকা বৈঠক করেও কোনো লাভ হয়নি। ৩০ মিনিট পতাকা বৈঠকে বিএএসএফ জানায়, খারাপ আচারণ করার কারণে তাকে জেল হাজতে পাটানো হয়েছে।



বাংলাদেশ সময় : ২০৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad