ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

কুমিল্লার ঘটনা নিয়ে অপপ্রচার, যুবক আটক

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩২ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২১
কুমিল্লার ঘটনা নিয়ে অপপ্রচার, যুবক আটক

ঢাকা: কুমিল্লায় পূজামণ্ডপের সহিংস ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার অভিযোগে গোলাম মাওলা নামে এক যুবককে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

তিনি বলেন, কুমিল্লায় পূজামণ্ডপের ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে অপপ্রচার চালিয়ে আসছিলেন গোলাম মাওলা। গোলাম মাওলা নামে-বেনামে ফেসবুক ও ইউটিউবে ছবি এবং ভিডিও এডিট করে পোস্ট করে জনমনে নেতিবাচক মনোভাব তৈরি করছিলেন। এসব অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়।

বাংলাদেশ সময়: ০০৩১ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২১
এজেডএস/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।