ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

পূজায় মদ খাওয়া নিয়ে সংঘর্ষে যুবক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫১ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২১
পূজায় মদ খাওয়া নিয়ে সংঘর্ষে যুবক নিহত ছবি: প্রতীকী

নরসিংদী: নরসিংদীতে পূজায় মদ খাওয়া নিয়ে সংঘর্ষের ঘটনায় রকি দাস (২২) নামে এক যুবক নিহত হয়েছেন।

শুক্রবার (১৫ অক্টোবর) দুপুরের দিকে সদর উপজেলার হাজীপুর এলাকায় এ ঘটনা ঘটে।

রকি ওই উপজেলার পশ্চিম কান্দাপাড়া এলাকার সুনীল দাসের ছেলে। তিনি পৌর এলাকার এমপি মার্কেটে একটি মাছের আড়তে কাজ করতেন।

জানা গেছে, শুক্রবার দুপরে রকি তার মামাতো ভাইকে সঙ্গে নিয়ে হাজীপুরের বাউনি নামক এলাকায় ঘুরতে যান। সেখানে খোলা জায়গায় মদ্যপান করার জন্য আশপাশের এলাকা থেকে তার সমবয়সী এবং অনেক বন্ধু যুক্ত হয়। এক পর্যায়ে মদ খাওয়া নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে সেটি সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষের এক পর্যায়ে একজন আচমকা রকিকে পেছন থেকে ছুরিকাঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। সেখান থেকে নরসিংদী সদর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

হাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউসুফ খান পিন্টু বাংলানিউজকে বলেন, শুনেছি মাদক খাওয়া ও কেনা নিয়ে এক জনকে ছুরিকাঘাত করা হয়েছে। বিস্তারিত এখনো জানতে পারিনি।

নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, ঘটনাটি শুনেছি। মরদেহ নরসিংদী সদর হাসপাতালের মর্গে আছে। এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি, তবে পুলিশ চেষ্টা চালাচ্ছে।

বাংলাদেশ সময়: ১৮৫১ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২১
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।