ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

খাগড়াছড়িতে প্রতিমা বিসর্জন সম্পন্ন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৬ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২১
খাগড়াছড়িতে প্রতিমা বিসর্জন সম্পন্ন ছবি: বাংলানিউজ

খাগড়াছড়ি: খাগড়াছড়িতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে দুর্গা পূজা।

শুক্রবার (১৫ অক্টোবর) বিকেলে জেলা শহরের গঞ্জপাড়া এলাকা সংলগ্ন চেঙ্গী নদীতে প্রতিমা বিসর্জন দেওয়া হয়।

এতে হাজার হাজার মানুষ অংশ নেন।

এর আগে বিভিন্ন মণ্ডপ থেকে ট্রাকে ও পিকআপ ভ্যানে করে একে একে প্রতিমা নিয়ে আসা হয়। দুপুরের পর থেকে চেঙ্গী নদীর পাড়ে শোভাযাত্রা করে প্রতিমা আসতে শুরু করে। বিগত বছরগুলোতে পূজামণ্ডপের প্রতিমা একসঙ্গে গাড়ি বহরে করে শহর প্রদক্ষিণ করা হলেও এবার তা হয়নি।

এ বছর খাগড়াছড়িতে ৫৫টি মণ্ডপে দুর্গা পূজা অনুষ্ঠিত হয়েছে। পূজাকে ঘিরে জোরদার ছিল নিরাপত্তা ব্যবস্থা।

খাগড়াছড়ি সদর থানার ওসি মোহাম্মদ রশিদ বাংলানিউজকে জানান, কয়েকটি জায়গায় আলাদা আলাদা ভাবে প্রতিমা বিসজন সম্পন্ন হয়েছে। কোথাও কোনো সমস্যা হয়নি।

বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২১
এডি/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।