ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রং মিস্ত্রির মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১১ ঘণ্টা, অক্টোবর ২১, ২০২১
রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রং মিস্ত্রির মৃত্যু

ঢাকা: রাজধানীর ডেমরা থানার সাইনবোর্ড এলাকায় একটি ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জাকির হোসেন (৩৫) নামে এক রং মিস্ত্রির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তার সহকর্মী খুরশীদ আলম জানান, সাইনবোর্ড মহিলা মাদ্রাসা গলির একটি ১০তলা ভবনে রংয়ের কাজ করছিলেন তারা। সকালে নাস্তা খেতে যাওয়ার সময় ভবনটির দ্বিতীয় তলার গ্রিল থেকে বিদ্যুৎস্পৃষ্ট হন জাকির। অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢামেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়।  

মৃত জাকিরের মা হাজেরা বেগম জানান, তাদের বাড়ি নোয়াখালী জেলায়। জাকিরের বাবার নাম নুর নবী মোল্লা। এক ছেলে, দুই মেয়ে ও স্ত্রীসহ জাকির খিলগাঁওয়ের নন্দিপাড়ায় থাকতো।

ডেমরা থানার উপ-পরিদশর্ক (এসআই) মো. আমিনুল ইসলাম জানান, রং মিস্ত্রির কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। বিস্তারিত জানার চেষ্টা করছি। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, অক্টোবর ২১, ২০২১
এজেডএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।