ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

বরগুনায় শেষ দিনের অভিযানে ৮ লাখ টাকার জাল জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২০ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০২১
বরগুনায় শেষ দিনের অভিযানে ৮ লাখ টাকার জাল জব্দ

বরগুনা: বরগুনায় মা ইলিশ রক্ষা অভিযানের শেষ দিনে প্রায় আট লাখ টাকা মূল্যের ৩০ হাজার মিটার জাল জব্দ করা হয়েছে।

সোমবার (২৫ অক্টোবর) বিকেলে বরগুনা সদর উপজেলার ১ নম্বর বদরখালী ইউনিয়নের ফুলঝুরি বাজার সংলগ্ন বিষখালী নদীতে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবু বকর সিদ্দিকির নেতৃত্বে "মা ইলিশ রক্ষা অভিযান” পরিচালিত  হয়।

এসময় নিষেধাজ্ঞা উপেক্ষা করে মা ইলিশ আহরণের দায়ে জেলেদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়। সেই সঙ্গে অভিযানে উদ্ধারকৃত ৩০ হাজার মিটার জাল আগুনে পুড়িয়ে দেওয়া হয়।

ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় গত ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর দিনগত রাত ১২টা পর্যন্ত দেশের বিভিন্ন নদীতে (ইলিশের বিচরণ ক্ষেত্র) মৎস্য শিকার নিষিদ্ধ করেছে সরকার। ২৫ অক্টোবার রাত ১২টার পর মাছ ধরতে পারবেন জেলেরা।

বাংলাদেশ সময়: ১৭১৯ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০২১
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।