ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ঘাটারচর-কাঁচপুর রুটে নামছে বিআরটিসির ১০০ বাস

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৯ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২১
ঘাটারচর-কাঁচপুর রুটে নামছে বিআরটিসির ১০০ বাস

ঢাকা: আগামী ২৬ ডিসেম্বর থেকে বিআরটিসির ১০০ বাস ঘাটারচর ও কাঁচপুর রুটে চলবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম। রোববার (২৮ নভেম্বর) এ কথা জানান তিনি।

ঘাটারচর ও কাঁচপুর রুটে পাইলট প্রকল্পের অংশ হিসেবে আগামী ১ ডিসেম্বর থেকে মোট নতুন সবুজ রঙের বাসগুলো একক কর্তৃপক্ষের অধীনে ঘাটারচর-কাঁচপুর রুটে চলাচলের কথা ছিল। এখন তা পিছিয়ে গেল।  

‘ঢাকা নগর পরিবহন’ নামে এ রুটে বাস চলাচলের জন্য এরইমধ্যে খসড়া নির্দেশিকা তৈরি করেছে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ)। বাস মালিকদের যৌথ চুক্তির খসড়াও প্রস্তুত করা হয়েছে।

ডিএসসিসি সূত্র জানায়, বাস মালিকদের সমন্বয়ে গঠিত একটি ব্যবস্থাপনা কমিটির অধীনে সব বাস চলবে। পুরো কার্যক্রম এ কমিটির দায়িত্বেই থাকবে এবং কমিটি রিপোর্ট করবে ডিটিসিএ-এর কাছে।

বাংলাদেশ সময়: ১৭৩৮ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২১
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।