ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রামগঞ্জে পরাজিত প্রার্থীর কর্মীকে হত্যাচেষ্টা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৫ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২১
রামগঞ্জে পরাজিত প্রার্থীর কর্মীকে হত্যাচেষ্টা

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রামগঞ্জে মো. মিন্টু (৩৫) নামের এক ব্যক্তিকে গলা কেটে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (৩০ নভেম্বর) দুপুরে উপজেলার দরবেশপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আইয়েনগর গ্রামের গাছী বাড়ির সামনে ব্রিজের ওপর এ ঘটনা ঘটে।

স্থানীয় লোকজন মিন্টুকে উদ্ধার করে প্রথমে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে মাইজদী জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

খবর পেয়ে রামগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত রোববার (২৮ নভেম্বর) ইউপি নির্বাচনে ৬ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য পদপ্রার্থী সাদিয়া আক্তার রুমার কর্মী হিসেবে দায়িত্ব পালন করেন মিন্টু। ওই প্রার্থী নির্বাচনে হেরে যাওয়ার জের ধরে বিজয়ী প্রার্থী মো. সোহাগ হোসেনের কর্মী আইয়েনগর গ্রামের হাজী বাড়ির হাসান পাটোয়ারীর ছেলে সোহেল, খোকন মিয়ার ছেলে শুভ, আবদুল্যার ছেলে নাছির, জামাল হোসেনের ছেলে রায়হান, আরমান, জহিরসহ বেশ কয়েকজন মিন্টুকে বেদম মারধর করেন এবং ক্ষুর দিয়ে গলা কাটার চেষ্টা করেন। এ সময় মিন্টুর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন বাংলানিউজকে বলেন, হত্যাচেষ্টার বিষয়ে এখনও অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন: বদলগাছীতে নির্বাচনী সহিংসতায় যুবকের মৃত্যু

বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২১ 
এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।