ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

হু’কে আরও শক্তিশালী করার আহ্বান বাংলাদেশের

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৪ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০২১
হু’কে আরও শক্তিশালী করার আহ্বান বাংলাদেশের মো. মোস্তাফিজুর রহমান

ঢাকা: কোভিড মহামারির মত সংকট মোকাবিলা করার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে (হু) আরও শক্তিশালী করার আহ্বান জানালো বাংলাদেশ। জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার চলমান বিশেষ অধিবেশনে অংশ নিয়ে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মো. মোস্তাফিজুর রহমান এই আহ্বান জানান।

বুধবার (১ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়।

কোভিড-১৯ এর মত সংকট মোকাবিলায় বর্তমান মহামারির অভিজ্ঞতার আলোকে বিশ্বের করণীয় সম্বলিত একটি সম্ভাব্য কনভেনশন বা দলিল প্রস্তুত করার লক্ষ্যে সিদ্ধ্বান্ত গ্রহণের উদ্দেশে তিনদিন ব্যাপী এ বিশেষ অধিবেশনটি হচ্ছে।  

প্রস্তাবিত দলিলে মেধাস্বত্ব রহিতকরণ, উন্নয়নশীল বিশ্বের সক্ষমতা বৃদ্ধি, কারিগরি সহায়তা নিশ্চিতকরণ, অর্থনৈতিক সহায়তা প্রদানের মত বিষয়গুলো অন্তর্ভুক্ত করার জন্য বাংলাদেশের রাষ্ট্রদূত জোর দাবি জানান।  আগামী বছরের শুরুতে দলিলটি প্রস্তুতের প্রক্রিয়া ও দেনদরবার শুরু করার কথা রয়েছে। চলমান অধিবেশনে এ বিষয়ে একটি দিকনির্দেশনা নেওয়ার কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ১২১০ ঘন্টা, ডিসেম্বর ০১ , ২০২১
টিআর/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।