ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

শান্তিনগরে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৪ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০২১
শান্তিনগরে শিক্ষার্থীদের সড়ক অবরোধ ফাইল ছবি।

ঢাকা: নিরাপদ সড়কের দাবিতে আবারও সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা।

বুধবার (১ ডিসেম্বর) দুপুরে চলমান আন্দোলনের পরিপ্রেক্ষিতে রাজধানীর শান্তিনগর মোড়ে অবস্থান নেয় উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের শিক্ষার্থীরা।

পুলিশ জানায়, দুপুর সোয়া ১২টার দিকে ৪০-৫০ জন শিক্ষার্থী শান্তিনগর মোড়ে অবস্থান নেয়। এ সময় তারা বিভিন্ন দাবি তুলে ধরে।

বিষয়টি নিশ্চিত করেছেন রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম। তিনি বলেন, নিরাপদ সড়কের দাবিতে উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের শিক্ষার্থীরা শান্তিনগর মোড়ে অবস্থান নিয়েছে। এ কারণে সেখানে যান চলাচল কিছুটা ব্যাহত হচ্ছে।

গত ২৯ নভেম্বর রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর রামপুরার কাঁচাবাজারের বিপরীত পাশের সড়কে বাস চাপায় নিহত হন দুর্জয় নামের এক শিক্ষার্থী।

এর আগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশেনের ময়লার গাড়ির চাপায়ও একজন শিক্ষার্থী নিহত হন।

এরপর থেকে নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন করছেন শিক্ষার্থীরা।

বাংলাদেশ সময়: ১৩৩৪ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০২১
এজেডএস/এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।