কক্সবাজার: কক্সবাজারের টেকনাফের শালবাগান ২৬ নম্বর রোহিঙ্গা শিবিরের এ/৯ ব্লক সংলগ্ন পাহাড়ি এলাকা থেকে ১০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বুধবার (০১ ডিসেম্বর) দুপুরের দিকে ইয়াবাগুলো জব্দ করে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা।
১৬ এপিবিএনের অধিনায়ক তারিকুল ইসলাম তারিক জানান, টেকনাফের ২৬ নম্বর শালবাগান ক্যাম্পের ব্লক-এ/৯ সংলগ্ন পাহাড় এলাকায় মাদকদ্রব্য বেচা-কেনা হচ্ছে, এমন গোপন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদককারবারিরা পলিথিনে মোড়ানো একটি প্যাকেট ফেলে পালিয়ে যেতে সক্ষম হয়। পরে ওই প্যাকেট থেকে ১০ হাজার পিস ইয়াবা পাওয়া হয়। এ ঘটনায় জব্দ ইয়াবাগুলো টেকনাফ থানায় হস্তান্তরসহ মামলা প্রক্রিয়াধীন।
বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০২১
এসবি/এসআরএস