ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কুইজে অংশ নিয়ে রাশিয়া ভ্রমণের সুযোগ পেলেন ৬ বাংলাদেশি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫০ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০২১
কুইজে অংশ নিয়ে রাশিয়া ভ্রমণের সুযোগ পেলেন ৬ বাংলাদেশি

ঢাকা: বিশ্বব্যাপী আয়োজিত এটমিক কুইজ ২০২১ এর বিজয়ীদের নাম ঘোষণা করেছে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি করপোরেশন রোসাটম। এ প্রতিযোগিতায় অংশ নিয়ে বাংলাদেশের ছয়জন বিজয়ী হয়েছেন।

 

বুধবার (১ ডিসেম্বর) রোসাটম থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত ১০ নভেম্বর বিশ্ব বিজ্ঞান দিবস উদযাপনের অংশ হিসেবে রোসাটম দিনব্যাপী এ কুইজের আয়োজন করে।

এ বছর বাংলাদেশ, রাশিয়া, হাঙ্গেরী, আর্মেনিয়া, উজবেকিস্তান, কাজাখস্তান, তুরষ্ক এবং কম্বোডিয়া থেকে মোট ১৮ জন কুইজ প্রতিযোগিতায় বিজয়ী হন। বিশ্বের ৭০টি দেশের ১১ হাজারের অধিক প্রতিযোগী কুইজে অংশগ্রহণ করেন। বিজয়ীদের তালিকা https://quiz.atomforyou.com সাইটে রয়েছে।

এবারের কুইজে প্রশ্নগুলো ছিল মূলত পারমাণবিক পদার্থ বিদ্যার ওপর মৌলিক জ্ঞান এবং পারমাণবিক প্রযুক্তির সর্বশেষ অর্জন সম্পর্কিত। প্রতিযোগীরা দুটি গ্রুপে অংশগ্রহণ করেন। যাদের বয়স ১১ থেকে ১৭ বছর এবং ১৭ বছরের ঊর্ধ্ব। যেসব প্রতিযোগী প্রতিযোগিতার সব নিয়ম মেনে সঠিকভাবে সব প্রশ্নের উত্তর দিতে পেরেছেন তাদের মধ্য থেকে রেন্ডম নম্বর জেনারেটের মাধ্যমে বিজয়ীদের নির্বাচন করা হয়।

১১ থেকে ১৬ বয়স গ্রুপে বিজয়ী বাংলাদেশের মো. ইসরাক আহম্মদ সায়েম ‘রসাটম স্মার্ট হলিডেজ’ আন্তর্জাতিক ক্যাম্পে অংশগ্রহণ করার সুযোগ পাবেন। রাশিয়া বা অন্য কোনো দেশে এ ক্যাম্প অনুষ্ঠিত হবে। ১৭+ বয়স গ্রুপে আরও পাঁচজন বাংলাদেশি বিজয়ী হয়েছেন। এর মধ্যে ইমতিয়াজ হুসাইন এবং নুরে আলম সাকিব রাশিয়ার একটি অত্যাধুনিক পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করবেন এবং অন্য তিনজন হলেন- মো. ফুয়াদ হাসিবুল হাসান, মো. আজমল হোসেন এবং ফাতেহ মাহমুদ বিশেষ পুরস্কার হিসেবে ২০২২ সালে রাশিয়ার সোচি’তে অনুষ্ঠেয় আন্তর্জাতিক যুব নিউক্লিয়ার কংগ্রেসে অংশগ্রহণ করবেন।

গ্লোবাল এটমিক কুইজ রোসাটমের একটি দিনব্যাপী বার্ষিক উদ্যোগ, যার লক্ষ্য হলো আমাদের প্রাত্যহিক জীবনমান উন্নয়নে পরমাণু বিজ্ঞানের গুরুত্ব এবং এ পৃথিবীতে আমাদের উপস্থিতি আরও টেকসই করতে এর ভূমিকা তুলে ধরা।

বাংলাদেশ সময়: ১৭৪৯ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০২১
এসকে/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।