ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

এবার রামপুরায় ফুটপাতে দাঁড়িয়ে শিক্ষার্থীদের প্রতিবাদ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৪ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০২১
এবার রামপুরায় ফুটপাতে দাঁড়িয়ে শিক্ষার্থীদের প্রতিবাদ

ঢাকা: রাজধানীর রামপুরা ব্রিজের পশ্চিম পাশে ফুটপাতে আবারও ছাত্ররা নিরাপদ সড়কের দাবিতে অবস্থান করেছে। তবে সড়কের দুই পাশেই যানচলাচল স্বাভাবিক আছে বলে জানায় পুলিশ।

বৃহস্পতিবার (২ ডিসেম্বর) দুপুরে ২০ জন শিক্ষার্থী রামপুরা ব্রিজের পশ্চিম পাশে হাতিরঝিল সংলগ্ন ফুটপাতে অবস্থান করে।

তাদের আগের কর্মসূচি অনুযায়ী তারা হাতে ‘নিরাপদ সড়ক চাই’ লেখা প্ল্যাকার্ড নিয়ে তারা প্রতিবাদ করেন।

রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, রামপুরা ব্রিজ এর উপরে শিক্ষার্থীরা মানববন্ধন করতে চাইলে তাদের বুঝিয়ে রাস্তার পাশে ফুটপাতে মানববন্ধন করতে দেওয়া হয়। কারণ মানববন্ধনের কারণে যান চলাচল ব্যাহত হতে পারে। তাছাড়া শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে তাদেরকে রাস্তার পাশে ফুটপাতে করতে দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, যদিও ছাত্রদের অবস্থান যেখানে ওই জায়গাটা হাতিরঝিল থানায় পড়েছে তবে আমরাও ঘটনাস্থলে আছি। এবং সড়কের দুই পাশে যান চলাচল স্বাভাবিক আছে।

মানববন্ধন কর্মসূচি থেকে শিক্ষার্থীরা বলছেন, আজ থেকে‌ এইচএসসি পরীক্ষা শুরু হয়েছে। তাই শিক্ষার্থীদের যাতায়াত নির্বিঘ্ন করতে আমরা রাস্তা অবরোধ কর্মসূচি থেকে গতকাল ফিরে এসেছি। এ বিষয়ে আমরা ঘোষণা দিয়েছে যে আজকে আমরা মানববন্ধন কর্মসূচি পালন করব। কিন্তু পুলিশের বাধার মুখে আমরা সেটি করতে পারিনি প্রথমদিকে।

এ বিষয়ে খিলগাঁও মডেল কলেজের শিক্ষার্থী সোহাগী সামিয়া বলেন, আমরা দুপুরে শান্তিপূর্ণভাবে মানববন্ধন কর্মসূচি পালন করতে এসেছিলাম। কিন্তু পুলিশের সদস্যরা আমাদেরকে জোর করে রাস্তা থেকে সরিয়ে দেয়। পরে আবার আমরা একত্রিত হয়ে শান্তিপূর্ণভাবে মানববন্ধন কর্মসূচি পালন করছি। আমাদের মূল দাবি নিরাপদ সড়ক। এছাড়া গতকাল আমরা আরও ১১ দফা দাবি উত্থাপন করেছে এগুলোর বাস্তবায়ন চাই।

দুপুরে মানববন্ধন শেষ করে যার যার স্থানে চলে যায় শিক্ষার্থীরা।

গত কয়েকদিন যাবত যানবাহনের চাপায় দুই ছাত্রের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে বিক্ষোভে ফেটে পড়ে শিক্ষার্থীরা। এ বিক্ষোভের ধারাবাহিকভাবে বৃহস্পতিবার দুপুরে রামপুরা এলাকায় নিরাপদ সড়কের দাবির প্রতিবাদে নামে শিক্ষার্থীরা।

বাংলাদেশ সময়: ১৪৩৪ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০২১
এজেডএস/এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।