ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

অজ্ঞান পার্টির খপ্পরে আলিফ পরিবহনের দুই যাত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৯ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০২১
অজ্ঞান পার্টির খপ্পরে আলিফ পরিবহনের দুই যাত্রী

ঢাকা: রাজধানীর মহাখালী টিবিগেট এলাকায় আলিফ পরিবহনের বাস থেকে দুই যাত্রীকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে। পুলিশ ধারণা, বাসে তারা অজ্ঞানপার্টির খপ্পরে পড়েছিলেন।

বৃহস্পতিবার (২ ডিসেম্বর) বেলা ১২টার দিকে তাদেরকে আলিফ পরিবহনের বাস থেকে উদ্ধার করা হয়। পরে চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিক্যালে কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

তাদের সঙ্গে থাকা জাতীয় পরিচয় পত্র থেকে জানা যায়, তাদের একজনের নাম জামাল হোসাইন (২২) ও আরেকজনের নাম কামাল হোসেন (২৯)।

তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া পরিবহনটির রোড সুপারভাইজার মো. হামিম জানান, বনশ্রী থেকে মিরপুরগামী তাদের পরিবহনের একটি বাসে উঠেছিল তারা দুজন। মহাখালি টিবি গেটে নামার কথা ছিল তাদের। তবে সেখানে বাসটি পৌঁছালে তাদেরকে বাসের সিটে অচেতন অবস্থায় দেখা যায়।

তাদের ধারণা, বাসের মধ্যে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন। তখন তাদেরকে স্থানীয় ট্রাফিক সার্জেন্টকে জানালে তিনি তাদেরকে হাসপাতালে নিয়ে যেতে বলেন।

পরে তাদেরকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাদের ঢামেকে নিয়ে যাওয়া হয়।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদশর্ক (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া জানান, জরুরি বিভাগে নিয়ে আসার পর চিকিৎসকরা স্টোমাক ওয়াশ করায়। পরে তাদের দুইজনকে মিটফোট হাসপাতালে পাঠানো হয়। ধারণা করা হচ্ছে তারা বাসের ভেতরে অজ্ঞান পার্টির খপ্পরে পরেছিলন।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০২১
এজেডএজ/এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।