ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কিশোরীকে ধর্ষণচেষ্টা, কাউন্সিলরের নামে মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০০ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০২১
কিশোরীকে ধর্ষণচেষ্টা, কাউন্সিলরের নামে মামলা এহসানুল হক

ময়মনসিংহ: ময়মনসিংহের ফুলপুরে জন্মনিবন্ধন দেওয়ার কথা বলে কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে এক কাউন্সিলরের বিরুদ্ধে। এ ঘটনায় এহসানুল হক (৪০) নামে ওই কাউন্সিলরের নামে মামলা হয়েছে।

বুধবার (১ ডিসেম্বর) রাতে ওই কিশোরী বাদী হয়ে ফুলপুর থানায় এ মামলা দায়ের করেন।

এহসানুল হক ফুলপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। তিনি ওই পৌরসভার আব্দুল হাইয়ের পুত্র।

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন এ তথ‍্য নিশ্চিত করে জানান, গত ২১ নভেম্বর ওই কিশোরী পৌর কার্যালয়ে কাউন্সিলর এহসানুল হকের কাছে জন্ম নিবন্ধন করতে যায়। এ সময় এহসানুল হক জন্ম নিবন্ধনের কাগজপত্র তার বাড়িতে আছে বলে মোটরসাইকেলে কিশোরীকে অজ্ঞাত স্থানে নিয়ে যায় এবং কুপ্রস্তাব দেয়।

কিন্ত কিশোরী তার প্রস্তাবে রাজি না হওয়ায় জোর করে ধর্ষণচেষ্টা করে। এ সময় কিশোরীর ডাক-চিৎকারে আশপাশের লোকজন আসলে এহসানুল মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০২১
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।