ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

দুর্ঘটনায় সম্পৃক্ত ময়লার গাড়ি ডিএসসিসির নয়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৮ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০২১
দুর্ঘটনায় সম্পৃক্ত ময়লার গাড়ি ডিএসসিসির নয়

ঢাকা: মোহাম্মদপুরে এক বৃদ্ধাকে ধাক্কা দিয়ে আহত করা ‘ময়লার গাড়ি’ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নয় বলে দাবি করেছে সংস্থাটি।

বৃহস্পতিবার (২ ডিসেম্বর) ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা আবু নাছেরের পাঠানো এক বিবৃতিতে এ দাবি করা হয়।

এতে বলা হয়, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কার্যক্রমে কিংবা করপোরেশনের অন্যান্য কোনো কার্যক্রমে ‘যশোর ট-১২৩৬’ নম্বরের কোনো গাড়ি ব্যবহৃত হয় না। এমনকি করপোরেশনের গাড়ির যে তথ্যভাণ্ডার রয়েছে, তাতেও এ ধরনের কোনো গাড়ির তথ্য-উপাত্ত নেই।

আরও বলা হয়, দুর্ঘটনাস্থল হিসেবে গণমাধ্যমে প্রকাশিত সংশ্লিষ্ট স্থানও দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন নয়। সুতরাং এটা সুস্পষ্টভাবে প্রতীয়মান যে, কথিত ময়লার গাড়িটি দক্ষিণ সিটি করপোরেশনের মালিকানাধীন নয়। কোনো ব্যক্তি বা মহল অসাধু উদ্দেশ্য সাধনে কোনো সংস্থার নাম কাগজে কিংবা স্টিকারে ছাপিয়ে তা সংশ্লিষ্ট সংস্থার মালিকানা বহির্ভূত অন্য কোনো গাড়িতে সেঁটে দিলেই, সেই গাড়িটি সংশ্লিষ্ট সংস্থার হয়ে যায় না। আর প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহ ও যাচাই বাছাই না করে, অপরাধের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের মধ্যে কারো মৌখিক প্রাথমিক স্বীকারোক্তির ভিত্তিতে প্রাপ্ত তথ্য শতভাগ বস্তুনিষ্ঠ হবে, এ ধরনের নিশ্চয়তা বিধান করে না। কারণ অপরাধী ব্যক্তি মাত্রই নানা ধরনের ছলচাতুরির আশ্রয় নিয়ে থাকে।

শতভাগ নিশ্চিত না হয়ে দায়িত্বশীল পর্যায় থেকে এ বিষয়ে কোনো ধরনের ভুল তথ্য গণমাধ্যমে সরবরাহ না করার অনুরোধ করা হয় দক্ষিণ সিটি করপোরেশনের বিবিৃতিতে।

বাংলাদেশ সময়: ১৮৪৭ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০২১
আরকেআর/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।