ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

করোনাকালীন যোদ্ধা স্বীকৃতি পেলেন এসআই আনোয়ার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৫ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০২১
করোনাকালীন যোদ্ধা স্বীকৃতি পেলেন এসআই আনোয়ার

ফরিদপুর: করোনাকালীন সময়ে অন্যান্য অবদান রাখায় সম্মুখ সারির যোদ্ধা ও মানবদরদী হিসেবে স্বীকৃতি পেলেন উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন। তিনি ফরিদপুর পুলিশের রিজার্ভ অফিসার-১ হিসেবে কর্মরত আছেন।

করোনাকালীন সময়ে সম্মুখ সারির যোদ্ধা হিসেবে করোনায় মৃত্যু হওয়াদের মরদেহের দাফন, আক্রান্ত ব্যক্তিদের বাড়িতে বাড়িতে গিয়ে ত্রাণ সহায়তা, অ্যাম্বুলেন্স ও অক্সিজেন সহায়তা এবং হাসপাতালে নেওয়াসহ অনেক অবদান রয়েছে এই পুলিশ কর্মকর্তার।

বৃহস্পতিবার (০২ ডিসেম্বর) বিকেলে এসআই আনোয়ার স্বীকৃতি পাওয়ার বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন।  

তিনি বলেন, মুজিব জন্মশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ফরিদপুরের বিনোদন নাট্যদল করোনাকালীন যোদ্ধা, মানবদরদী ও অনুকরণীয় ব্যক্তি হিসেবে এ স্বীকৃতি দেওয়া হয়েছে।

এসআই আনোয়ার আরও বলেন— মানুষ মানুষের জন্য। তাই তো, মানুষকে ভালোবেসে পাশে দাঁড়ানোর চেষ্টা করি।  

ফরিদপুর জেলা পুলিশের একাধিক সিনিয়র কর্মকর্তা বলেন, এসআই আনোয়ার একজন সৎ ও ভালো মানুষ। যে কোনো বিপদগ্রস্থ মানুষের পাশে থাকাটা যেন তার নেশায় পরিণত হয়েছে। আমরা তার জন্য গর্ব অনুভব করি।  

বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।