ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বড়ালব্রিজে ট্রেন লাইনচ্যুত, তদন্ত কমিটি গঠন

উপজেলা করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৬ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০২১
বড়ালব্রিজে ট্রেন লাইনচ্যুত, তদন্ত কমিটি গঠন

পাবনা (ঈশ্বরদী): ঈশ্বরদী-ঢাকা রেলরুটের পাবনার বড়ালব্রিজ রেলস্টেশনে মালবাহী ফাঁকা (বিসি) ট্রেনের একটি বগির চারটি চাঁকা মুল লাইনে ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় পাকশী বিভাগীয় রেলওয়ের পক্ষ থেকে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।  

বৃহস্পতিবার (২ ডিসেম্বর) রাত ৮টায় পাকশী বিভাগীয় রেলওয়ের ব্যবস্থাপক (ডিআরএম) শাহীদুল ইসলাম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

 

বৃহস্পতিবার (২ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে পাকশী বিভাগীয় রেলওয়ের আওতায় ঈশ্বরদী ঢাকা রুটের বড়ালব্রিজ রেলওয়ে স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।  

তদন্ত কমিটিতে পাকশী বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ডিটিও) আনোয়ার হোসেনকে আহ্বায়ক করে দুই সদস্যের একটি টিম গঠন করা হয়েছে। কমিটিতে অন্য দুই সদস্যরা হলেন, পাকশী বিভাগীয় রেলওয়ের যান্ত্রিক প্রকৌশলী (ক্যারেজ) মমতাজুল ইসলাম, পাকশী বিভাগীয় রেলওয়ে সহকারী নির্বাহী প্রকৌশলী শিপন আলী।

পশ্চিমাঞ্চল রেলওয়ে পাকশী বিভাগীয় রেলওয়ের ব্যবস্থাপক (ডিআরএম) শাহীদুল ইসলাম বাংলানিউজকে জানান, বঙ্গবন্ধু সেতুর পশ্চিম স্টেশন থেকে মালবাহী ট্রেন বড়ালব্রিজ স্টেশন অতিক্রম করার সময় একটি বগির চাকা লাইনচ্যুত হয়। খবর পেয়ে ঈশ্বরদী লোকোসেড লোকোমোটিভ কারখানা থেকে রিলিফট্রেনটি নিয়ে রেলওয়ের উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে রেললাইন সচল করার কাজ করছে। কয়েকটি ট্রেন বিভিন্ন স্থানে দাঁড় করিয়ে রাখা হয়েছে। এতে ভ্রমণপ্রিয় যাত্রীদের কিছুটা দুর্ভোগ ও কষ্ট পোহাতে হচ্ছে। আমরা যথাসাধ্য চেষ্টাও করছি, দ্রুতই লাইন সচল করে ট্রেনগুলো চালানোর জন্য।  

ডিআরএম শাহীদুল ইসলাম আরও জানান, এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে আগামী তিনদিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।  

>>> বড়ালব্রিজে বগি লাইনচ্যুত, উত্তর-দক্ষিণাঞ্চলের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

বাংলাদেশ সময়: ২০৪৪ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।