ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কাপ্তাই হ্রদে নৌকাবাইচ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৮ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০২১
কাপ্তাই হ্রদে নৌকাবাইচ

রাঙামাটি: শান্তি চুক্তির দুই যুগ পূর্তি উপলক্ষ্যে রাঙামাটির কাপ্তাই হ্রদে নৌকাবাইচ অনুষ্ঠিত হয়েছে।  

বৃহস্পতিবার (০২ ডিসেম্বর) বিকেলে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড ঘাট এলাকায় এ বাইচ অনুষ্ঠিত হয়।

রাঙামাটি রিজিয়নের তত্ত্বাবধায়নে ও রাঙামাটি সদর জোন এর আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।  

বিশেষ অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা।

রাঙামাটি রিজিয়ন কমান্ডার ইফতেকুর রহমানের সভাপতিত্বে এ সময় রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী, প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার (ডিজিএফআই) অধিনায়ক কর্নেল সলমন ইবনে এ রউফ, পুলিশ সুপার (এসপি) মীর মোদদাছছের হোসেন উপস্থিত ছিলেন।

কাপ্তাই হ্রদে নৌকাবাইচে অংশ নেওয়া বিজয়ীদের মধ্যে আগত অতিথিরা পুরুষ্কার বিতরণ করেন।

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।