ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কুমিল্লায় ট্রাক্টর উল্টে শ্রমিক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৩ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০২১
কুমিল্লায় ট্রাক্টর উল্টে শ্রমিক নিহত

কুমিল্লা: কুমিল্লার দেবিদ্বারে ট্রাক্টর উল্টে তারু মোল্লা (৫৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

রোববার (৫ ডিসেম্বর) দুপুরে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবিদ্বার উপজেলার দক্ষিণ ভিংলাবাড়ি এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।

নিহত তারু মোল্লা দেবিদ্বার পৌর এলাকার বড় আলমপুর মোল্লা বাড়ির হাবিবুর রহমান মোল্লার ছেলে।

স্থানীয়রা জানান, কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের সাইলচর মসজিদের সামনে মীরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির একটি ভ্রাম্যমাণ চেকপোস্ট ছিল। ওই সময় একটি সিএনজিচালিত অটোরিকশা পুলিশের সিগন্যাল পেয়ে ব্রেক করে। এর পেছন থাকা দ্রুতগামী ট্রাক্টরটি থামাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। এতে তারু মোল্লা ট্রাক্টরের নিচে চাপা পড়ে আহত হন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে মিরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো.মাসুদুল আলম জানান, দক্ষিণ ভিংলাবাড়ি এলাকায় ট্রাক্টর উল্টে এক শ্রমিক আহত হয়েছেন। তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছেন।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০২১
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।