ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

দিনাজপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৯ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০২১
দিনাজপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত প্রতীকী ছবি

দিনাজপুর: দিনাজপুরে ট্রাকের ধাক্কায় আসাদুজ্জামান (৪৫) নামে  মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন।  

রোববার (০৫ ডিসেম্বর) সন্ধ্যায় দিনাজপুর শহরের জোড়া ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আসাদুজ্জামান রাজশাহী সদরের কাশিয়াডাঙ্গার মিয়াপাড়া এলাকার মৃত আজিজুল ইসলামের ছেলে। তিনি দিনাজপুরে ডেল্টা ফার্মাসিউটিক্যালস কোম্পানিতে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও সহকর্মী মুক্তার রাজু বলেন, মোটরসাইকেলে করে সেতাবগঞ্জ থেকে অফিসের কাজ শেষ করে দিনাজপুরে ফিরছিলেন আসাদুজ্জামান। পথে শহরের জোড়া ব্রিজ এলাকায় একটি ট্রাক তাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে ঘোষণা করেন।

ঘটনার তদন্তকারী পুলিশের উপ-পরিদর্শক সৌরভ কুমার বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। ঘাতক ট্রাক ও চালককে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। এ ঘটনায় কোতোয়ালি থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০২৮ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।