ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

র‍্যাবের ওপর হামলার মামলায় নৌকার প্রার্থী কারাগারে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪১ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০২১
র‍্যাবের ওপর হামলার মামলায় নৌকার প্রার্থী কারাগারে ...

কক্সবাজার: কক্সবাজারের চকরিয়ায় ফাঁসিয়াখালী ভেন্ডিবাজার এলাকায় র‍্যাবের ওপর মামলার মামলায় ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী (নৌকা) মো. হেলাল উদ্দিনকে (৪২) কারাগারে পাঠিয়েছেন আদালত।

রোববার (৫ ডিসেম্বর) দুপুরে হেলাল উদ্দিন (৪২) চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে ওই মামলায় জামিন চাইলে বিচারক রাজীব কুমার দেব জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

উল্লেখ্য চতুর্থ দফায় ইউপি নির্বাচনে আগামী ২৬ ডিসেম্বর চকরিয়ার ৮ ইউনিয়নে ভোট গ্রহণ করার কথা। নির্বাচনে ফাঁসিয়াখালী ইউনিয়ন থেকে প্রথমবারের মতো আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন যুবলীগ নেতা মো. হেলাল উদ্দিন। হেলাল উদ্দিন চকরিয়া ফাঁসিয়াখালী ইউনিয়নের সিকদারপাড়ার বাসিন্দা ও উপজেলা যুবলীগের সদস্য।

র‍্যাব ও পুলিশ সূত্র জানায়, ২০১৯ সালে ফাঁসিয়াখালী ভেন্ডিবাজার এলাকায় র‍্যাবের একটি দল ইয়াবা ব্যবসায়ীদের ধরতে গেলে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর হামলা চালান হেলাল উদ্দিনসহ একদল দুর্বৃত্ত। এ ঘটনায় র‍্যাব বাদী হয়ে থানায় দুটি মামলা করে। এতে যুবলীগ নেতা হেলাল উদ্দিনকে আসামি করা হয়। পরে মামলা দুটির অভিযোগপত্র দেয় পুলিশ। এতে যুবলীগ নেতা হেলাল উদ্দিন জড়িত ছিলেন বলে তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়। পরে আদালত অভিযোগপত্র আমলে নিয়ে হেলাল উদ্দিনসহ অন্য আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আইনজীবী লুৎফুল কবির বলেন, যুবলীগ নেতা হেলাল উদ্দিনের বিরুদ্ধে চকরিয়া থানায় দুটি মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল। রোববার জামিন চাইতে গেলে আদালতের বিচারক রাজীব কুমার দেব তাঁর জামিন নামঞ্জুর করেন।

বাংলাদেশ সময়: ০৮৪০ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০২১
এসবি/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।