ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ভাসানচরে রোহিঙ্গাদের সহযোগিতা করবে সৌদি আরব: স্বরাষ্ট্রমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৩ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০২১
ভাসানচরে রোহিঙ্গাদের সহযোগিতা করবে সৌদি আরব: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা: রোহিঙ্গাদের জন্য সরকার ভাসানচরে যে সুবিধা দিয়েছেন সেখানেও সৌদি আরব সহযোগিতা করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

তিনি বলেন, রোহিঙ্গারা যাতে তাদের জন্মভূমিতে ফিরে যায় এরজন্য সৌদি আরব কাজ করছেন।

ওআইসিতে তাদের শক্ত সমর্থন তারা রাখছেন। আন্তর্জাতিক ক্ষেত্রেও তারা এজন্য কথা বলছেন।

বৃহস্পতিবার (০৯ ডিসেম্বর) সচিবালয়ে সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাত শেষে সাংবাদিকদের এ কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা বলেছি, তোমরা রোহিঙ্গা ইস্যুতে আমাদের যথেষ্ট সহযোগিতা করছো। এটা যাতে কন্টিনিউ করে। তারাও আমাদের জানালো রোহিঙ্গা ইস্যুতে ওআইসি থেকে শুরু করে সব কিছু, ভাসানচরের বিষয়েও তারা সহযোগিতা করবে। রোহিঙ্গারা যেন ভালো ভাবে থাকতে পারে এটা তারাও চান। রোহিঙ্গারা যেভাবে মানবেতর জীবন যাপন করছে কক্সবাজারে, ভাসানচরে সরকার যে সুবিধা তাদের দিয়েছেন এজন্য তারা প্রশংসা করছেন এবং তারা বলেছেন সেখানেও তারা সহযোগিতা করবেন।

সৌজন্য সাক্ষাতের বিষয়ে তিনি বলেন, সৌদি আরবের সাথে বাংলাদেশের সম্পর্ক ভালো হচ্ছে। তারা চাচ্ছে এ সম্পর্ক আরও ভালো করতে। সৌদি বাদশাহ ও আমাদের প্রধানমন্ত্রীর নেতৃত্বের কারনেই এ সম্পর্ক বাড়ছে এবং তারা সব ক্ষেত্রে বাংলাদেশের সহযোগিতা চায়। বাংলাদেশের পাশে থেকে তারা সব সহযোগিতা তারা করবে। তাদের বিরুদ্ধে যারা অপপ্রচার করে বাংলাদেশ যেন তাদের প্রতি খেয়াল রাখেন।

তিনি বলেন, বঙ্গবন্ধুর পররাষ্ট্রনীতি ছিলো সবার সঙ্গে বন্ধুত্ব কারো সঙ্গে বৈরিতা নয়। সে নীতি আমাদের প্রধানমন্ত্রীও ফলো করছেন। তারপরেও কেউ এমন করলে, আমরা উদাহরণ দিয়েছি। এই যে মিয়ানমার, প্রায় ১১ লাখ বাস্তুচ্যুত অধিবাসী যে আমাদের দিকে ঠেলে পাঠিয়ে দিলো। সে সময় সময় আমাদের সীমান্তে হেলিকপ্টার চলছিলো, গান ফায়ার চলছিলো। আমরা একটা বুলেটও ছুড়ি নেই। আমরা এখনো মনে করি সমঝোতার মাধ্যমে সব সমস্যা সমাধান করবো।

জনশক্তির বিষয়ে তারা কয়েকটি অনুরোধ করেছে আমাদের উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশ ক্লিয়ারেন্সটা যাতে ত্বরান্বিত করা হয়। যথেষ্ট পরিমাণ ভিড় তাদের দূতাবাসের সামনে দেখা যাচ্ছে। সেটাকে কমাতে তারা এখন কিছু ব্যবস্থা নিয়েছেন, তাতে যেন কোনো ভুল বোঝাবুঝি না হয় সে ব্যবস্থা যাতে নেওয়া হয়। আমরা বলেছি, পুলিশ বাহিনী সেখানে সতর্ক থাকবে এবং যা কিছু প্রয়োজন তারা করবে। দুই পক্ষের ফোকাল পয়েন্ট তৈরির জন্য তারা বলেছেন। জনশক্তি নিয়ে যে মন্ত্রণালয় কাজ করছে সেখানে একজন আর আমাদের এখানে একজনকে বলে দিয়েছি ফোকাল পয়েন্ট হিসেবে।

তিনি বলেন, সৌদি থেকে রোহিঙ্গাদের পাঠিয়ে দেবে এমন কিছু নিয়ে কোনো কথা হয়নি। বাংলাদেশিদের ৫০ হাজার পাসপোর্ট আমরা এখনো দিতে পারিনি। সেটা তারা একটি দ্রুত দিতে বলছে। তারা বলছে, আমরা এদের ফেরত পাঠাবো না বরং তারা যাতে অবৈধ না হয় সে ব্যবস্থা করবো। আমরা এটি ব্যবস্থা করছি।

বাংলাদেশ সময়: ২২৪২ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০২১
জিসিজি/এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।