ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

প্রবাসীর বাসায় চুরির ঘটনায় গ্রেফতার ৩

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩০ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২১
প্রবাসীর বাসায় চুরির ঘটনায় গ্রেফতার ৩ প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর ধানমন্ডিতে এক প্রবাসীর বাসায় চাঞ্চল্যকর ও আলোচিত চুরির ঘটনায় মূলহোতাসহ ৩ জনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-২)।

শুক্রবার (১০ ডিসেম্বর) দিনগত রাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে চুরিতে ব্যবহৃত সরঞ্জামাদি ও চোরাই আলামত উদ্ধার করা হয়েছে।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান বলেন, চুরির ঘটনায় মূলহোতাসহ চোর চক্রের তিন সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

তিনি বলেন, শনিবার (১১ ডিসেম্বর) দুপুরে রাজধানীর কারওয়ান বাজার র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

প্রসঙ্গত, বুধবার (৮ ডিসেম্বর) ভোর ৬টার দিকে রাজধানীর ধানমন্ডির ১১/এ নম্বর সড়কের ৭৭/বি বাড়িতে দুই চোর প্রবেশ করে আলমারি ভেঙে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা চুরি করে। এ দৃশ্য লন্ডনে বসে সিসিটিভি ক্যামেরায় দেখেন বাড়ির মালিক একরামুল ওয়াদুদ। এরপর চুরির ঘটনাটি ফোনে জানালে ধানমন্ডি থানায় অভিযোগ করেন ওই বাসার নিরাপত্তাকর্মী আফাজ।

বাংলাদেশ সময়: ১১৩০ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২১
পিএম/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।