ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বরিশালে ‘তৃতীয় লিঙ্গের মাদরাসা’

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৭ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২১
বরিশালে ‘তৃতীয় লিঙ্গের মাদরাসা’

বরিশাল: বরিশাল নগরের রসুলপুর কলোনীতে দাওয়াতুল কুরআন তৃতীয় লিঙ্গের মাদরাসার উদ্বোধন করা হয়েছে।  

শনিবার (১১ ডিসেম্বর) বিকেল ৪টায় স্টিমারঘাট জামে মসজিদের খতিব হযরত মাওলানা শরফুদ্দীন বেগ দা. বা. দোয়া-মোনাজাতের মাধ্যমে এর উদ্বোধন করেন।

মরহুম আহমেদ ফেরদৌস বারী চৌধুরী ফাউন্ডেশনের পৃষ্টপোষকতায় ও খাজা মাইনুদ্দীন চিসতি (রহ.) জামে মসজিদের সভাপতি হাজী কবির চাঁন চিশতির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দাওয়াতুল কুরআন মাদরাসার মহাপরিচালক মুফতি মুহাম্মাদ আব্দুর রহমান আজাদ, মাওলানা আলাউদ্দিন আব্দুল হাকীম, বরিশাল শিল্পকলা একাডেমির প্রশিক্ষক মুহাম্মাদ আব্দুল খালেক বিশ্বাস, দাওয়াতুল কুরআন তৃতীয় লিঙ্গের মাদরাসার প্রধান প্রশিক্ষক মাওলানা আব্দুল আজীজ হোসাইনী, তৃতীয় লিঙ্গের মল্লিকা, কাকলী ও
সালমা।

ওই দাওয়াতুল কুরআন তৃতীয় লিঙ্গের মাদরাসায় এখন ৫০ জন শিক্ষার্থী ইসলামি শিক্ষা নিচ্ছেন।  

বাংলাদেশ সময়: ১৯২৭ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২১
এমএস/জেএইচটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।