ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বিজয় দিবসে বাংলাদেশকে শুভেচ্ছা মোদীর

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৯ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০২১
বিজয় দিবসে বাংলাদেশকে শুভেচ্ছা মোদীর

ঢাকা: বাংলাদেশের বিজয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এছাড়াও দুই দেশের বীর যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে তিনি এ শুভেচ্ছা জানান।

টুইটে ভারতের প্রধানমন্ত্রী লিখেছেন, বাংলাদেশের ৫০তম বিজয় দিবস উপলক্ষে আমি মুক্তিযোদ্ধা, ভারতীয় সশস্ত্র বাহিনীর যোদ্ধা, বীরাঙ্গনা এবং সাহসীদের মহান বীরত্ব ও আত্মত্যাগের কথা স্মরণ করতে চাই। আমরা একসঙ্গে অত্যাচারী শক্তির বিরুদ্ধে যুদ্ধ করেছি এবং তাদের পরাজিত করেছি।

ঢাকায় ভারতের রাষ্ট্রপতির (রাম নাথ কোবিন্দ) উপস্থিতি প্রত্যেক ভারতীয়ের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ বলেও টুইটে উল্লেখ করেন মোদী।

বাংলাদেশ সময়: ১৫০৯ ঘণ্টা, ১৬ ডিসেম্বর, ২০২১
টিআর/এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।