ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

শাহবাগ-টিএসসি এলাকায় মানুষের ঢল

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৬ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০২১
শাহবাগ-টিএসসি এলাকায় মানুষের ঢল

ঢাকা: সূর্যের নরম আলোর সোনালী বিকেল। এমন বিকেলেই বিজয়ের আনন্দে উচ্ছ্বসিত লাখো মানুষের ঢল নেমেছে রাজধানীর শাহবাগ, টিএসসি ও শহীদ মিনার এলাকায়।

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) একাত্তরের মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা-ভালোবাসা প্রকাশের দিন যেমন, তেমনি বাঙালির জন্য এটি অত্যন্ত আনন্দের দিনও। চলছে বিজয়ের ৫০ বছর পূর্তি।

বিকেলে নারী-পুরুষ, শিশু-বৃদ্ধ নির্বিশেষে সব বয়সী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাদের শ্রদ্ধা, ভালোবাসা, আবেগকে আনন্দে পরিণত করে বেরিয়ে পড়েন প্রিয় মানুষটি বা পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে।

সরেজমিনে শাহবাগ, জাতীয় জাদুঘর, টিএসসি, শহীদ মিনার ঘুরে দেখা যায়, প্রতিটি জায়গায় সব বয়সের নারী-পুরুষ ও শিশুদের সরগরম উপস্থিতি।

দর্শনার্থীরা বলেন, এবার স্বাধীণতার সুবর্ণজয়ন্তীর দিনটি আর কখনও আসবে না, তাই পরিবারের সদস্য এবং বন্ধু-বান্ধবদের সঙ্গে বিজয়ের আনন্দ ভাগাভাগি করে নিতে ও সময় কাটাতে ঘুরতে বেরিয়েছি।  

এই সময়ে মানুষ বিভিন্ন সাংস্কৃতিক আয়োজন, প্রিয়জনকে উপহার কিনে দেওয়া, ফুচকা কাওয়া এবং গল্প আড্ডায় সময় পার করছে। বিনোদন কেন্দ্রগুলোতে ছিল সব ধরনের মানুষের পদচারণা।  

বাংলাদেশ সময়: ১৭১৬ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০২১
এইচএমএস/জেএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।