ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বাবা-চাচার জমি সংক্রান্ত বিরোধে খুন হন হাসিব

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৭ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২১
বাবা-চাচার জমি সংক্রান্ত বিরোধে খুন হন হাসিব

ঢাকা: রাজধানীর মিরপুরে টপটেনের কর্মচারী শাহদাৎ হোসেন হাসিবকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। হাসিবের বাবা ও চাচার জমি সংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেফতাররা হলেন- মোফাজ্জল হোসেন মণ্ডল, হুমায়ুন কবির ও মো. হৃদয়।

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) দিনগত রাতে তাদের গ্রেফতার করা হয়। এর আগে এ ঘটনায় মো. সাদ্দাম ও আল আমিন নামে আরও দুজনকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (১৭ ডিসেম্বর) দুপুরে মিরপুর বিভাগের উপ-কমিশনার (ডিসি) কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) তৈমুর রহমান।

তিনি বলেন, ভিকটিম শাহদাৎ হোসেন হাসিব ছয় মাস আগে মিরপুর-১ নম্বরে ঈদগাহ মাঠ সংলগ্ন মল্লিক টাওয়ারের টপটেন ফ্যাক্টরির কাটিং সেকশনে চাকরি করতেন। করোনা ভাইরাসের কারণে চাকরি ছেড়ে গত জুন মাসে বাড়িতে চলে যান। এরপর গত ১ ডিসেম্বর আবার ফ্যাক্টরিতে যোগ দেন।

গত ১২ ডিসেম্বর রাত আনুমানিক সাড়ে ১১টায় ফ্যাক্টরি ছুটি হলে হাসিব ফ্যাক্টরি থেকে বাসা যাওয়ার পথে শাহআলী এলাকায় পূর্ব দক্ষিণ কোনায় রাস্তার ওপর অজ্ঞাতনামা কয়েকজন এসে তাকে ছুরিকাঘাত করে হত্যা করে।

এডিসি বলেন, ভিকটিম হাসিবের বাবার ও তার চাচাদের পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধ রয়েছে। এর জের ধরে ফ্যাক্টরির কর্মী মোফাজ্জল হোসেন মণ্ডলের মাধ্যমে ফ্যাক্টরিতে যোগদান করার জন্য নিয়ে এসে খুনের পরিকল্পনা করা হয়। পাঁচ লাখ টাকার চুক্তিতে হুমায়ুন কবিরের প্ররোচনায় মো. সাদ্দাম ও আল আমিন আহম্মেদের সহায়তায় মো. হৃদয় চাকু দিয়ে হাসিবকে জখম করে হত্যা করে।

এ ঘটনায় মো. হৃদয় ও মো. সাদ্দাম আদালতে ১৬৪ ধারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। মামলার তদন্ত চলমান বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৬৪৬ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২১
পিএম/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।