ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

দিনাজপুরে ৩০০ কম্বল বিতরণ করল  শুভসংঘ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৫ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২১
দিনাজপুরে ৩০০ কম্বল বিতরণ করল  শুভসংঘ

দিনাজপুর: দিনাজপুরে ৩০০ জন অসহায় ও হতদরিদ্রদের মধ্যে কম্বল বিতরণ করেছে বসুন্ধরা গ্রুপ।  মাঠে শুক্রবার (১৭ ডিসেম্বর) বিকেল ৩টায় দিনাজপুর একাডেমি উচ্চ বিদ্যালয়ে কালের কণ্ঠ শুভসংঘের দিনাজপুর জেলা শাখা এ কম্বল বিতরণের আয়োজন করে।

কম্বল পেয়ে বেগম নামে এক নারী বলেন, গরিব মানুষ আমি, দুবেলা খাবার যোগাড়ের জন্য মানুষের দুয়ারে দুয়ারে ঘুরি, শীতের কাপড় চোপড় কিনতে পারি না। এই শীতে কম্বল পাইলাম, অনেক রেহাই হলো।

শহরের ছোট গুড়গলার বাসিন্দা রমিসা বেগম বলেন, হামার মতন মাইষের নুন আইনতে পন্তা ফুরায়, কম্বল যে দিলি হামাক, তার জইন্যে দোআ করছু, ওর যেন আল্লাহ ভালো করে।  

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরিফুল ইসলাম, দিনাজপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক বিশ্বজিৎ ঘোষ, শুভসংঘ এর পরিচালক জাকারিয়া জামান, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সহসভাপতি চিত্ত ঘোষ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুব্রত মজুমদার ডলার, দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওয়াহিদুল আলম আর্টিস্ট, সাধারণ সম্পাদক শাহিন হোসেন, নিউজ টুয়েন্টিফোর জেলা প্রতিনিধি ফখরুল হাসান পলাশ, কালের কন্ঠ জেলা প্রতিনিধি এমদাদুল হক মিলন, বাংলাদেশ প্রতিদিন জেলা প্রতিনিধি রিয়াজুল ইসলাম, দিনাজপুর জেলা সংবাদপত্র হকার্স ইউনিয়নের সভাপতি মো. জাফর আলী, সাধারণ সম্পাদক মো. ফিরুজ, সাবেক সভাপতি আব্দুল মান্নান ব্যাপারী, কেন্দ্রীয় কমিটির সদস্য তাকবীর হোসাইন মান্না, শরীফ মাহ্দী আশরাফ জীবন, শাহ মো. হাসিবুর রহমান, রাশেদুল ইসলাম রাফিন, মো. রাসেল ইসলাম, শাহিন শেখ, ওয়াসিম আকরাম, মো. রশিদুল ইসলাম, হুমায়ুন পারভেজ, মো. ফিরোজ আহমেদ, মো. ইয়াছির আরাফাত রাফি, মো. শরিফুল ইসলাম, মো. শিহাব, সাহাদুর দেব শর্মা, নোমান বিন তালেব, মো. রফিকুল ইসলাম, জিনিফা ইফাত, লুৎফুন নাহার লুনা, আয়েশা ইসলাম টুম্পা, ফারিয়া হেলেন, মো. শওকত আকবর, তাহছিন ওয়ারিদ মিম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮৪৪ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।