ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

‘বাংলাদেশ-ভারত বহুমুখী সহযোগিতা উপভোগ করে’

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫০ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২১
‘বাংলাদেশ-ভারত বহুমুখী সহযোগিতা উপভোগ করে’

ঢাকা: বাংলাদেশ-ভারত বিভিন্ন ক্ষেত্রে শক্তিশালী ও বহুমুখী দ্বিপাক্ষিক সহযোগিতা উপভোগ করে। শুক্রবার (১৭ ডিসেম্বর) ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের ঢাকা সফর শেষে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এতে উল্লেখ করা হয়, বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক তার ‘প্রতিবেশী প্রথম’ এবং ‘পূর্বমুখী নীতি’র অন্যতম প্রধান স্তম্ভ। ভারত ও বাংলাদেশ বাণিজ্য ও সংযোগ, জ্বালানি ও বিদ্যুৎ, জলসম্পদ, সীমান্ত ব্যবস্থাপনা, প্রতিরক্ষা ও নিরাপত্তা, সংস্কৃতি এবং জনগণের মধ্যে সংযোগসহ বিভিন্ন ক্ষেত্রে শক্তিশালী ও বহুমুখী দ্বিপাক্ষিক সহযোগিতা উপভোগ করে।

ভারতের রাষ্ট্রপতির ঢাকা সফরকালে বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা দেওয়া হয়। এর মধ্যে রয়েছে- ঢাকার মুক্তিযুদ্ধ জাদুঘরে বঙ্গবন্ধু-বাপু ডিজিটাল প্রদর্শনী উপহার, দিল্লি বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু চেয়ারের প্রথম ব্যক্তির নাম ঘোষণা ও পাঁচ বছরের জন্য নতুন ভারত-বাংলাদেশ মৈত্রী মুক্তিযোদ্ধা সন্তান বৃত্তি প্রকল্পের সম্প্রসারণ। বাংলাদেশের জাতীয় জাদুঘরে ১৯৭১ সালের যুদ্ধে অংশ নেওয়া একটি মিগ-২১ বিমান উপহার দেওয়া হয়। বিমানের একটি রেপ্লিকা ভারতের রাষ্ট্রপতি বাংলাদেশের রাষ্ট্রপতির কাছে হস্তান্তর করেন।

ঐতিহাসিক ৫০তম বিজয় দিবস উপলক্ষে ভারতের রাষ্ট্রপতির বাংলাদেশ সফর উভয় দেশ যে একে অপরকে উচ্চ অগ্রাধিকার দেয়, মূল্যবোধ ভাগাভাগি করে, পারস্পরিক আস্থায় বিশ্বাসী এবং এ সম্পর্ককে আরও শক্তিশালী করার প্রয়াসকে সাক্ষ্য দেয়।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের আমন্ত্রণে ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ বাংলাদেশের ৫০তম বিজয় দিবস উদযাপনে যোগ দিতে ঢাকায় আসেন। সফরকালে তিনি বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে সাক্ষাৎ করেন। বিজয় দিবসের অনুষ্ঠানেও অংশ নেন ভারতের রাষ্ট্রপতি।

বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও দুদেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে ১৫ ডিসেম্বর ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ঢাকায় আসেন। তিন দিনের সফর শেষে ভারতের রাষ্ট্রপতি শুক্রবার ঢাকা ছাড়েন।

বাংলাদেশ সময়: ১৮৪৮ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২১
টিআর/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।