ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বড় বালিয়া আদিবাসী পাড়ায় শুভসংঘের কম্বল বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১১ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২১
বড় বালিয়া আদিবাসী পাড়ায় শুভসংঘের কম্বল বিতরণ

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও জেলার বড় বালিয়া আদিবাসী পাড়ার সাঁওতাল সম্প্রদায়ের মধ্যে কম্বল বিতরণ করেছে বসুন্ধরা গ্রুপ।  শুক্রবার (১৭ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে কালের কণ্ঠ শুভসংঘ জেলা শাখার আয়োজনে ১০০ কম্বল বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান, নিউজ টুয়েন্টিফোর জেলা প্রতিনিধি আব্দুল লতিফ লিটু, কালের কণ্ঠ জেলা প্রতিনিধি পার্থ সারথি দাস, আমিনুল ইসলাম, মীর সানোয়ার হোসেন, রাশেদুল আলম লিটন, তাপস কুমার দেব, কেন্দ্রীয় কমিটির সদস্য তাকবীর হোসাইন মান্না, অমল টুডু, বাবুল মুরমো, শনিল সরেন, ভুট্টো মুরমো, রবিন টুডু, শরীফ মাহ্দী আশরাফ জীবন, শাহ মো. হাসিবুর রহমান, রাশেদুল ইসলাম রাফিন, শাহিন শেখ, ওয়াসিম আকরাম, মো. আসাদুজ্জামান, মোছা. তানজিলা আক্তার মিম, তাম্মী শাহরিন দিশা, রিফাত রেজওয়ান সামিন, আকরামুন হোসেন মিলা, মেহেরাব হোসেন, আর্নিকা জাহান ইস্মিতা, জিনিয়া ফাত্তাহ, মালিহা মনজুর মৌমি, তামিম আরা পায়েল, স্নেহা রায়, মো. সাইফুল ইসলাম সাইফ, মো. তানভীর ইসলাম, মো. লিয়ন রানা, এস এম ইসফার, মো. ওয়াসিফ আল মাহী, মো. তানভীর আনজুম হিমেল, মো. মাফি উজ জামান মৃদুল, কারিজ রহমান, এনামুল হক চৌধুরী, ওয়াজিহ তাওসিফ চৌধুরী, মুসা রাখাল, মীর ছানাউর হোসেন ছানু, রাশেদুল ইসলাম লিটন, তাপস দেবনাথ প্রমুখ।
কম্বল পেয়ে ৪৫ বছরের ধানী সরেন বলেন, কম্বল ঞিয়াম কেতেজ আডি রেসক্য (কম্বল পেয়ে আমি খুব খুশি)।

বাংলাদেশ সময়: ১৯০২ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।