ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

‘তরুণরাই সমৃদ্ধ বাংলাদেশ গড়ার যোগ্য কারিগর’

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩০ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২১
‘তরুণরাই সমৃদ্ধ বাংলাদেশ গড়ার যোগ্য কারিগর’

ঢাকা: তরুণরাই সমৃদ্ধ বাংলাদেশ গড়ার যোগ্য কারিগর বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। তিনি বলেন, ঐক্যবদ্ধ থেকে বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠা করবে তরুণ শক্তি।

শনিবার (১৮ ডিসেম্বর) স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে হলিক্রস কলেজ আয়োজিত অনুষ্ঠানে স্পিকার এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে তরুণ সমাজকে দেশ প্রতিষ্ঠায় আত্মনিয়োগ করার আহ্বান জানিয়ে স্পিকার বলেন, ঊষার দুয়ারে হানি আঘাত, তরুণরা আনিবে রাঙা প্রভাত।

তিনি বলেন, ১৯৪৮ থেকে ৫২ সালে রাষ্ট্রভাষা বাংলার দাবিতে আন্দোলন, এরপর ৬২ সালে শিক্ষা আন্দোলন, ৬৬ সালে ছয় দফা, ঊনসত্তরের গণঅভ্যুত্থান, সত্তরের নির্বাচন- এসব ধারাবাহিক আন্দোলন সংগ্রামের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধ সংঘটিত হয়। এই সুদীর্ঘ যাত্রায় বঙ্গবন্ধু বারবার কারারুদ্ধ হয়েছেন। কিন্তু অন্যায়ের কাছে মাথা নত করেননি। বরং সদর্পে বজ্রকন্ঠে উচ্চারণ করেছিলেন- ‘সাত কোটি মানুষকে দাবায়ে রাখতে পারবা না। ’ তাইতো বাঙালি পেয়েছে ভাষা। পেয়েছে মহান স্বাধীনতাসহ বিশ্বসেরা অনন্য সংবিধান।

হলিক্রস কলেজের গভর্নিং বডির সভাপতি ঢাকা মহাধর্মপ্রদেশের আর্চবিশপ বিজয় এন ডি ক্রুজের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ সিস্টার শিখা গমেজ। আরও বক্তব্য রাখেন গভর্নিং বডির প্রাক্তন সভাপতি কার্ডিনাল প্যাট্রিক ডি রোজারিও, আইসিডিডিআরবির জ্যেষ্ঠ বিজ্ঞানী ড. ফিরদৌসী কাদরী ও এরিয়া অব এশিয়ার কো-অর্ডিনেটর সিস্টার ভায়োলেট রড্রিক্স।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২১
এসকে/এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।