ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

আদাবরের শীর্ষ সন্ত্রাসী জীবন গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৩ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২১
আদাবরের শীর্ষ সন্ত্রাসী জীবন গ্রেফতার

ঢাকা: রাজধানীর দারুস সালাম থেকে তালিকাভুক্ত সন্ত্রাসী মো. মনোয়ার হাসান জীবনকে বিদেশি পিস্তলসহ গ্রেফতার করেছে র‌্যাব-৪। তার বিরুদ্ধে রাজধানীর মোহাম্মদপুর, আদাবর থানাসহ বিভিন্ন থানায় খুন, বিস্ফোরকসহ ২৮টি মামলা রয়েছে।

শনিবার (১৮ ডিসেম্বর) দুপুরে র‌্যাব-৪ এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মো. মোজাম্মেল হক বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, শুক্রবার দিনগত রাতে রাজধানীর দারুস সালাম এলাকায় অভিযান চালিয়ে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন, এক রাউন্ড গুলিসহ তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী জীবনকে গ্রেফতার করা হয়।

জীবনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে র‌্যাব অধিনায়ক জানান, মনোয়ার হাসান জীবন আলোচিত ওহিউদুজ্জামান হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি হিসেবে মোহাম্মদপুর থানা পুলিশের কাছে গ্রেফতার হন এবং ২০১২ সাল পর্যন্ত হাজত বাস করে। পরবর্তীতে জেল থেকে মুক্তি পাওয়ার পর তিনি আরও বেপরোয়া জীবনযাপন, সন্ত্রাস, চাঁদাবাজিসহ নানা ধরনের অপকর্মের সঙ্গে যুক্ত হন। তার বিরুদ্ধে মোহাম্মদপুর, আদাবর থানাসহ বিভিন্ন থানায় খুন, বিস্ফোরকসহ ২৮টি মামলা রয়েছে।

র‌্যাব কর্মকর্তা আরও জানান, তিনি অস্ত্র প্রদর্শন করে ভয়ভীতি দেখিয়ে রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর থানা এলাকায় দীর্ঘদিন ধরে চাদাবাজি, সন্ত্রাসী কার্যকলাপসহ মাদকের কারবার পরিচালনা করে আসছিলেন। সাধারণ মানুষের সম্পত্তি দখল, জমি দখল, চাঁদাবাজি, চাঁদার জন্য হুমকি দেওয়া, মাদক ব্যবসা, জুয়ার কারবার প্রভৃতি অপরাধে তিনি জড়িত। এলাকায় নতুন কোনো ভবনের কাজ শুরু হলে তাকে নির্দিষ্ট পরিমাণ চাঁদা দিতে হতো। অন্যথায় তিনি তার নিজস্ব ক্যাডার বাহিনীর মাধ্যমে কাজ বন্ধ করে দিতেন।

অতিরিক্ত ডিআইজি মো. মোজাম্মেল হক জানান, মনোয়ার হোসেন জীবন আদাবর এবং মোহাম্মদপুর এলাকার শীর্ষ সন্ত্রাসী। ২০১৭ সালে রাজনৈতিক প্রতিহিংসার জের ধরে তিনি এস আর পলাশকে হত্যা করেন। আদাবর থানায় তার বিরুদ্ধে আরও একটি হত্যা মামলা চলমান রয়েছে। একটি অস্ত্র মামলায় তার ১০ বছরের সাজা হয়েছে। তিনি মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকায় একটি গাড়িতে আগুন দিয়ে দুজন নারীকে পুড়িয়ে হত্যা করেছিলেন, সেই মামলা এখনো তদন্তাধীন রয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৪১ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২১
এসজেএ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।