ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

খানসামায় চেয়ারম্যান পদে আপন দুই ভাইয়ের লড়াই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪১ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২১
খানসামায় চেয়ারম্যান পদে আপন দুই ভাইয়ের লড়াই

দিনাজপুর: চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ২৬ ডিসেম্বর। এ ধাপে দিনাজপুর জেলার খানসামা উপজেলার ছয়টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।

 

নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থাকলেও এবার উপজেলার আঙ্গারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে আপন দুই ভাই প্রতিদ্বন্দ্বিতা করার ঘটনা ঘটেছে।

জানা যায়, এবার আঙ্গারপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট চারজন। প্রার্থীরা হলেন আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. গোলাম মোস্তফা আহমেদ শাহ্ (নৌকা), আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. আবুল কালাম আজাদও (ঘোড়া), সাবেক উপজেলা চেয়ারম্যান মরহুম আকবর আলী শাহের বড় ছেলে তিনবারের সাবেক ইউপি চেয়ারম্যান মো. আব্দুল জব্বার শাহ (আনারস) ও তার ছোট ভাই জমির উদ্দীন শাহ বালিকা মহাবিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ শাহ মোহাম্মদ জামাল উদ্দীন (মোটরসাইকেল)।  

চেয়ারম্যান প্রার্থী বড় ভাই আব্দুল জব্বার শাহ বলেন, বাবার মতো আমিও এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে ছিলাম এবং ভবিষ্যতেও থাকবো। তাই আমি তিনবার সফলভাবে চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করেছি। এবছরও এলাকার জনগণ আমাকে নির্বাচনে অংশ নিতে বলছে। তাই আমি ভোটে অংশ নিচ্ছি।  

তবে ছোট ভাই শাহ মোহাম্মদ জামাল উদ্দীন বলেন, বড় ভাইয়ের সঙ্গে আমার ইতিপূর্বে একবার প্রতিদ্বন্দ্বিতা হয়েছিল। কিন্তু সে সময় আমি হেরে গেছিলাম। বড় ভাই চেয়ারম্যান নির্বাচিত হয়ে মরহুম বাবা ও পরিবারের মান-সম্মান নষ্ট করে দিচ্ছেন। তাই আমি নির্বাচনে প্রার্থী হয়েছি।  

নির্বাচনের বিষয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা জিকরুল হক জানান, খানসামার আঙ্গারপাড়া ইউনিয়নে মোট চার জন চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আগামী ২৬ ডিসেম্বর এই ইউনিয়নের ২১ হাজার ৮৩০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে ১১ হাজার ৩৫ জন পুরুষ ও ১০ হাজার ৭৯৫ জন নারী ভোটার। এছাড়াও উপজেলার ছয়টি ইউনিয়নে মোট ৩৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

প্রসঙ্গত, গত ২০১১ সালেও ইউপি নির্বাচনেও মো. আব্দুল জব্বার শাহ এবং  মো. জামাল উদ্দিন শাহ প্রতিদ্বন্দ্বিতা করেছেন।  সেবার ছোট ভাইকে হারিয়ে বড় ভাই আব্দুল জব্বার শাহ বিজয়ী হন।

বাংলাদেশ সময়: ১৯৪১ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২১
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।