ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

র‍্যাব ও পুলিশের সুনাম করছে মার্কিন যুক্তরাষ্ট্র: তথ্যমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৬ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২১
র‍্যাব ও পুলিশের সুনাম করছে মার্কিন যুক্তরাষ্ট্র: তথ্যমন্ত্রী

ঢাকা: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর বাংলাদেশের র‍্যাব ও পুলিশের সুনাম করাকে সাধুবাদ জানিয়েছে। এ মূল্যায়ন যথার্থ মূল্যায়ন।

বিশ্বের উন্নত দেশ সন্ত্রাস ও জঙ্গিবাদ দমন না করতে পারলেও বাংলাদেশের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তা পেরেছে।

শনিবার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে ৭টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ বেতার সদর দপ্তরে মহান বিজয় দিবস, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং বাংলাদেশ বেতারের ৮২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, গত বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর বলেছে, বাংলাদেশের র‍্যাব, পুলিশের কাউন্টার টেরোরিজম ও কমিউনিটি পুলিশের ভূমিকার কারণে বাংলাদেশের জঙ্গিবাদ ও সন্ত্রাস কমেছে। এটি আসলে আসল চিত্র।  

তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের যে মূল্যায়ন এটাই সঠিক মূল্যায়ন হয়েছে। র‍্যাবের ভূমিকাকে তারা প্রশংসা করেছে, সেই প্রতিবেদনে। আমি মনে করি মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর সঠিকভাবে বিষয়টির মূল্যায়ন করেছে। প্রকৃত অর্থে বাংলাদেশের র‍্যাব ও পুলিশের কাউন্টার টেরোরিজমসহ পুলিশের অন্যান্য শাখাগুলোর ভূমিকার কারণে বাংলাদেশে জঙ্গিবাদ ও সন্ত্রাস কমেছে। সেই প্রতিবেদনে বলা হয়েছে ২০২০ সালে তিনটি সন্ত্রাসী ও জঙ্গিবাদী ঘটনা ঘটেছে, সেখানে কোনো মৃত্যু হয়নি। পৃথিবীর অনেক উন্নত দেশ জঙ্গিবাদ-সন্ত্রাস দমনের ক্ষেত্রে আমরা যে সক্ষমতা প্রদর্শন করতে সক্ষম হয়েছি সেটি করতে পারেনি। সন্ত্রাস জঙ্গিবাদ দমনে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের টেকনিক্যাল সহযোগিতা রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের বন্ধুপ্রতিম রাষ্ট্র। তাদের পররাষ্ট্র দপ্তর যে মূল্যায়ন করেছে, এটিকে স্বাগত জানাই।

বাংলাদেশ সময়: ২০৪৮ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২১
এমএমআই/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।