ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মৌলভীবাজারে ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৬ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২১
মৌলভীবাজারে ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত মৌলভীবাজার স্টেডিয়ামে অনুষ্ঠিত ঘোড়দৌড়। ছবি: বাংলানিউজ

মৌলভীবাজার: মহান বিজয় দিবস ও বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে মৌলভীবাজার জেলা স্টেডিয়ামে গ্রামবাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ ডিসেম্বর) দুপুরে হারিয়ে যাওয়া ঐতিহ্যকে ফিরিয়ে আনতে জেলা স্টেডিয়ামে এ প্রতিযোগিতার আয়োজন করে জেলা ক্রীড়া সংস্থা।

 

সপ্তমবারের মতো ঘোড়দৌড়ে মৌলভীবাজারসহ সিলেট, হবিগঞ্জ ও সুনামগঞ্জ থেকে আগত ১৪টি ঘোড়া প্রতিযোগিতায় অংশ নেয়। ঐতিহ্যবাহী ঘোড়দৌড় উপভোগ করতে হাজারো দর্শনার্থীদের ভিড় জমে মৌলভীবাজার স্টেডিয়ামে।

মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান মিছবাহুর রহমানের সভাপতিত্বে এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, জেলা পরিষদের প্রধান নির্বাহী খোদেজা খাতুন ও পৌর মেয়র মো. ফজলুর রহমান।

ঘোড়দৌড় দেখতে দর্শকরা বলেন, অনেক দিন আগে ঘোড়দৌড় দেখেছি। এখন আর কোথাও ঘোড়দৌড় হয় না। এ আয়োজনে অনেক মানুষ দূর-দূরান্ত থেকে এসেছেন। এ প্রতিযোগিতা দেখতে। খুবই ভালো লাগছে।

আয়োজক সূত্রে জানা যায়, দেশের বিভিন্ন স্থান থেকে প্রতিযোগিতায় অংশ নিতে ঘোড়া নিয়ে আসেন ঘোড়ার মালিকরা। প্রতিযোগিতা শেষে পুরস্কার নেন তারা। ঘোড়দৌড় প্রতিযোগিতায় ১৪টি ঘোড়া অংশ নেয়।  

প্রতিযোগিতায় ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী ঘোড়ার মালিককে যথাক্রমে ৩৮ ইঞ্চি, ৩২ ইঞ্চি ও ২৪ ইঞ্চি টিভি পুরস্কার হিসবে দেওয়া হয়। এছাড়া অন্য অংশগ্রহণকারীদের টেবিল ফ্যান পুরস্কার দেওয়া হয়।  

বাংলাদেশ সময়: ২৯২৮ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২১
বিবিবি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।