ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মাথার ওপর ইট পড়ে প্রাণ গেল শ্রমিকের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৩ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২১
মাথার ওপর ইট পড়ে প্রাণ গেল শ্রমিকের

রাজশাহী: রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে কাজ করার সময় ওপর থেকে ইট পড়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

রোববার (১৯ ডিসেম্বর) দুপুরে এই অপমৃত্যুর ঘটনা ঘটে।

এখন আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

নিহত নির্মাণ শ্রমিকের নাম নাজিম উদ্দীন (৫০)। তার বাড়ি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ভাড়ায়িল গ্রামে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রামেক হাসপাতালের নির্মাণাধীন ভবনের পাঁচ তালার কাজ চলছে। রোববার দুপুর সাড়ে ১২টার দিকে কাজ চলাকালীন ওপর থেকে ওই নির্মাণ শ্রমিকের মাথায় ইট পড়ে। এতে তিনি গুরুতর আহত হয়। পরে তাকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে রামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে আট নম্বর ওয়ার্ডের নিয়ে পাঠানো হয়। কিন্তু ওয়ার্ডের নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রামেক হাসপাতাল পুলিশ বক্সের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রুহুল আমিন জানান, মৃত নির্মাণ শ্রমিকের মরদেহ হাসপাতালেই রয়েছে। এখন আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২১
এসএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।