ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বাংলাদেশে আরসার উপস্থিতি নাকচ পররাষ্ট্রমন্ত্রীর

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৭ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২১
বাংলাদেশে আরসার উপস্থিতি নাকচ পররাষ্ট্রমন্ত্রীর ছবি: ডি এইচ বাদল

ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, বাংলাদেশে রাখাইনের আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) উপস্থিতি নেই। আমরা বাংলাদেশে আরসা দেখিনি।

রোববার (১৯ ডিসেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

এক প্রশ্নের উত্তরে ড. মোমেন বলেন, আমরা দেখতে চাই কারা কারা আরসা। জাতিসংঘের প্রতিনিধি যদি বলে থাকেন, তাহলে তারা দেখিয়ে দিক, আমরা দেখি।

অপর এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমরা রোহিঙ্গাদের ফ্রি মোবালিটি (অবাধ চলাচল) দিতে রাজি নই। তারা (জাতিসংঘসহ অন্যান্য বিদেশি সংস্থা বা দেশ) যদি কেউ রোহিঙ্গাদের উন্নত জীবন দিতে চান, তাহলে তাদের নিয়ে যাক।

তিনি আরও বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া শিগগিরই শুরু হবে বলে আমরা প্রত্যাশা করছি।

বাংলাদেশ সময়: ১৮২৭ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২১
টিআর/এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।