ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বুড়িগঙ্গা থেকে যুবকের ভাসমান মরদেহ উদ্ধার 

কেরানীগঞ্জ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০০ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২১
বুড়িগঙ্গা থেকে যুবকের ভাসমান মরদেহ উদ্ধার 

কেরানীগঞ্জ: বুড়িগঙ্গা থেকে ভাসমান অবস্থায় সমুন (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে সদরঘাট নৌ থানা পুলিশ।  

তিনি মুন্সীগঞ্জের শ্রীনগর থানার আব্দুল করিমের ছেলে।

সুমন পেশায় একজন পশু ব্যবসায়ী। বর্তমানে পরিবারসহ জিনজিরা নামাবাড়ী এলাকার মতি হাজির বাড়িতে ভাড়া থাকতেন।

রোববার (১৯ ডিসেম্বর) সকাল ১০টায় দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন চরকালিগঞ্জ বেবি সাহেবের ডক এলাকার মাঝ নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পারিবারিক সূত্রে জানা যায়, ১৬ই ডিসেম্বর রাতে ভাত খাওয়ার সময় বাইরে থেকে কেউ একজন ডাক দিলে তিনি খাবার রেখেই তার সঙ্গে চলে যান। পরে অনেক খোঁজাখুঁজির পরেও তাকে আর পাওয়া যায়নি। আজ নদীতে একটি মরদেহ পাওয়া গেছে খবর শুনে সেখানে গিয়ে আমরা সুমনের মরদেহ বলে শনাক্ত করি।

সদরঘাট নৌ পুলিশের উপ পরিদর্শক (এসআই) মারুফ হোসেন জানান, ট্রিপল লাইনের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে মরদেহের গায়ে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্ত শেষে মৃত্যুর আসল কারণ জানা যাবে।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।