ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কোটি টাকা আত্মসাৎ করলেন স্ত্রী! প্রবাসীর মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৬ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২১
কোটি টাকা আত্মসাৎ করলেন স্ত্রী! প্রবাসীর মামলা সানজিদা খান

বরগুনা: বরগুনায় শিক্ষিকা স্ত্রীর বিরুদ্ধে কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা দায়ের করেছেন রত্তন পাহলান নামে এক ইতালি প্রবাসী।

আদালতের বিচারক মামলাটি আমলে নিয়ে সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

মামলা সূত্রে জানা গেছে, আমতলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের (১৭৩) প্রধান শিক্ষিকা সানজিদা খান কলাপাড়া পৌর শহরের মাদরাসা সড়কে তার পিতা মাতার সঙ্গে বসবাস করেন। তার স্বামী রত্তন পাহলান একই পৌরসভার চিংগুড়িয়া এলাকার বাসিন্দা। ২০১১ সালের প্রথম দিকে ইতালি থেকে ফিরে এসে শিক্ষিকা সানজিদাকে বিয়ে করেন তিনি। পরে ওই বছরের শেষের দিকে আবার ইতালি ফিরে যান। স্ত্রীর প্রতি ভালোবাসা ও সরল বিশ্বাসে ইতালি থেকে নভেম্বর ২০১১ সাল হতে ডিসেম্বর ২০১৯ সাল পর্যন্ত ৮ বছর রেমিট্যান্সের মাধ্যমে আনুমানিক ১ কোটি টাকা পাঠান। যা তার স্ত্রী ও শ্বশুর রেমিট্যান্স সুবিধা সম্বলিত বিভিন্ন ব্যাংক থেকে উত্তোলন করে আত্মসাৎ করেন।

চলতি বছরের ২২ অক্টোবর তিনি ইতালি থেকে দেশে ফিরে আসেন। স্ত্রীর অমনোযোগী থাকার বিষয়টি তিনি লক্ষ করেন। এরপর টাকার হিসেব চাইলে স্ত্রী তালবাহানা করতে থাকেন। এক পর্যায়ে স্ত্রীর টাকা আত্মসাতের বিষয়টি ধরা পড়ে। এ নিয়ে স্বামী- স্ত্রীর মধ্যে মনোমালিন্য হয়।  

এরপর বুধবার তিনি কলাপাড়া উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে স্ত্রী, শ্বশুর ও শ্বাশুড়িকে আসামি করে টাকা আত্মসাতের অভিযোগে একটি নালিশি মামলা দায়ের করেন। আদালতের বিচারক শোভন শাহরিয়ার মামলাটি আমলে নিয়ে সিআইডিকে ব্যাংক স্টেটমেন্ট সংগ্রহপূর্বক অভিযোগ তদন্তের নির্দেশ দেন।

এ বিষয়ে সানজিদা খানের সঙ্গে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি। ক্ষুদে বার্তা পাঠিয়েও কোন সাড়া মেলেনি।

বাংলাদেশ সময়: ২১১৬ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২১
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।