ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় বিজিবি-বিএসএফ যৌথ রিট্রিট সিরিমনি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৭ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২১
ব্রাহ্মণবাড়িয়ায় বিজিবি-বিএসএফ যৌথ রিট্রিট সিরিমনি

ব্রাহ্মণবাড়িয়া: বিজিবি দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া চেকপোস্টের শূন্যরেখায় বিজিবি এবং বিএসএফের মধ্যে যৌথ রিট্রিট সিরিমনি অনুষ্ঠিত হয়েছে।  

সোমবার (২০ ডিসেম্বর) বিকেলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যদের চৌকস দল প্যারেড ও সালাম প্রদান শেষে বিউগলের সুরের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা নমিত করে।

 

পরে বিএসএফের পক্ষ থেকে বিজিবিকে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফুলের শুভেচ্ছা জানিয়ে বিভিন্ন উপহার সামগ্রী দেওয়া হয়। এসময় বিজিবির পক্ষ থেকেও বিএসএফ সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।  

শুভেচ্ছা বিনিময় শেষে বিজিবি ও বিএসএফের পক্ষ থেকে সীমান্তে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে এগিয়ে যাওয়ার পাশাপাশি আলোচনার মাধ্যমে সব সমস্যা সমাধানের প্রত্যয় ব্যক্ত করা হয়।  

এ অনুষ্ঠানে বাংলাদেশ থেকে উপস্থিত ছিলেন বিজিবির কুমিল্লা সেক্টর কমান্ডার কর্নেল আবুল হাসনাত মোহাম্মদ শাহরিয়ার, উপ-অধিনায়ক (৬০ বিজিবি) মেজর মো. নূরুল আবছার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রুহুল আমীন, অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মোহাম্মদ শাহীনসহ অনেকে। ভারত থেকে উপস্থিত ছিলেন গোকুলনগর সেক্টর হেডকোয়ার্টার ডিআইজি শ্রি রাকেশ রঞ্জন লাল, বিএসএফ (১২০) ব্যাটালিয়নের কমান্ডেন্ট রত্নেশ কুমারসহ বিএসএফের কর্মকর্তারা।  

উভয় দেশের স্থানীয় ও দূর দূরান্ত থেকে আসা লোকজন রিট্রিট সিরিমনিটি উপভোগ করেন।  

বাংলাদেশ সময়: ২১৩২ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২১
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।