ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মাটিরাঙায় নারীর মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৯ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২১
মাটিরাঙায় নারীর মরদেহ উদ্ধার

খাগড়াছড়ি: খাগড়াছড়ির মাটিরাঙা পৌরসভার পশ্চিম মুসলিম পাড়া এলাকায় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২১ ডিসেম্বর) সকালের দিকে নিজ ঘর থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।

মৃত জরিনা বেগম (৪৮) একই এলাকার মো. আলেম ফকিরের স্ত্রী। তিনি তিন ছেলে ও এক মেয়ের মা।

জানা গেছে, পশ্চিম মুসলিম পাড়ার মো. আইযুব আলী সর্দারের বাড়িতে গৃহকর্মীর কাজ করতেন জরিনা বেগম। গত দুই-তিনদিন ধরে তিনি কাজে যাননি। বিষয়টি তার মেয়ের জামাইকে জানানো হয়। এরপর তিনি শাশুড়ির খোঁজে শ্বশুরবাড়িতে গেলে দরজার বাইরে তালা ঝুলতে দেখেন। পরে ঘরের ভেতর থেকে পচা গন্ধ পেলে বিষয়টি পুলিশকে জানান। পরে মাটিরাঙা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের বিছানা থেকে জরিনা বেগমের মরদেহ উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করে মাটিরাঙা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আলী বাংলানিউজকে বলেন, ওই নারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বাংলাদেশ সময়: ১৬২৯ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২১
এডি/এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।