ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বিএসইসির সাবেক কমিশনার স্বপন কুমার বালা মারা গেছেন 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২১ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২১
বিএসইসির সাবেক কমিশনার স্বপন কুমার বালা মারা গেছেন 

ঢাকা: বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাবেক কমিশনার এবং ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) অধ্যাপক স্বপন কুমার বালা মারা গেছেন।

বুধবার (২২ ডিসেম্বর) রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের চেয়ারম্যান ড. তাহমিনা খাতুন গণমাধ্যমকে সতত্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুপুর সাড়ে ১২টার দিকে অসুস্থ হয়ে পড়লে স্বপন কুমার বালাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তিনি মারা যান।

স্বপন কুমার বালা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের অধ্যাপক ছিলেন।

অধ্যাপক স্বপন কুমার বালা ২০১৩ সালে তিন বছরের জন্য ডিএসইর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তবে ডিমিউচুয়ালাইজড স্টক এক্সচেঞ্জ রূপান্তরিত হওয়ার পর সিইও পদটি এমডি পদে রূপান্তরিত হলে স্বপন কুমার বালা ডিএসইর এমডি হন। তিন বছর দায়িত্ব পালনের পর ডিএসইর এমডি পদে স্বপন কুমার বালার মেয়াদ শেষ হয় ২০১৬ সালের ১২ এপ্রিল।  

এছাড়া প্রফেশনাল কস্ট অ্যাকাউন্ট্যান্টদের প্রতিষ্ঠান ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএমএবি) কোষাধ্যক্ষ হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।

বাংলাদেশ সময়: ১৭১৮ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২১
এসএমএকে/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।