ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ট্রাকচাপায় চোখের পলকে প্রাণ গেল কলেজ পড়ুয়া ২ বন্ধুর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৪ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২১
ট্রাকচাপায় চোখের পলকে প্রাণ গেল কলেজ পড়ুয়া ২ বন্ধুর

গোপালগঞ্জ: চোখের পলকেই শেষ হয়ে গেল দুটি তরতাজা প্রাণ। ট্রাকচাপায় বাইক থেকে পড়ে মৃত্যু হলো কলেজ পড়ুয়া দুই বন্ধুর।

 

এসময় আহত হয়েছেন তাদের আরেক বন্ধু।

বুধবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ শহরতলীর চেচানিয়াকান্দি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জেলা শহরের মোহাম্মাদপাড়া এলাকার এমদাদুল হক লিটনের ছেলে মো. তানভীর (১৮) ও হীরাবাড়ী রোড এলাকার মো. আব্দুল বাসেত (১৮)। এ ঘটনায় শহরের হীরাবাড়ী রোড এলাকার সিরাজ মোল্লার ছেলে সিফাতুল ইসলাম (১৮) আহত হয়েছেন। হতাহতরা গোপালগঞ্জ শহরের লালমিয়া সিটি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের মানবিক বিভাগের শিক্ষার্থী।  

নিহত আব্দুল বাসেত ও আহত সিফাতুল শহরের হীরাবাড়ী রোড এলাকার একটি ছাত্রাবাসে থেকে লেখাপড়া করতেন।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানিয়েছেন, ওই তিন বন্ধু মোটরসাইকেলে করে শহরের দিকে আসছিলেন। পথে গোপালগঞ্জ শহরতলীর চেচানিয়াকান্দি এলাকায় খুলনাগামী একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে মো. তানভীর নিহত হন। এসময় আহত হন বাকি দুজন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে আহতদের উদ্ধার করে হতাহতদের উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মো. আব্দুল বাসেতকে মৃত ঘোষণা করেন।  

দুর্ঘটনার পর ট্রাক নিয়ে চালক পালিয়ে গেছেন বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২০২২ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২১
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।