ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

হোসেনপুরে ১৩ শহীদ পরিবার পেল ঢেউটিন ও নগদ অর্থ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৭ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২১
হোসেনপুরে ১৩ শহীদ পরিবার পেল ঢেউটিন ও নগদ অর্থ

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় ১৩ শহীদ পরিবারের মধ্যে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।  

বুধবার (২২ ডিসেম্বর) বিকেলে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে এসব ঢেউটিন ও নগদ অর্থ বিতরণের আয়োজন করে উপজেলা প্রশাসন।

কিশোরগঞ্জ-১ (কিশোরগঞ্জ সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি মহান বিজয়ের মাসে ১৩ শহীদের পরিবারের নামের তালিকা তৈরি করে ৭৮ হাজার টাকা ও ২৬ ব্যান্ডেল ঢেউটিন বরাদ্দ দেন।

ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাবেয়া পারভেজ।  

এসময় উপস্থিত ছিলেন-উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. জহিরুল ইসলাম নুরু মিয়া, বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুর রহিম, সাবেক প্রধান শিক্ষক সন্তোষ চন্দ্র মোদক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) বেগম শাহীন, সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপির এপিএস মো. মিজানুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা হাকিম তানিমসহ অনেকে।

১৯৭১ সালের আগস্ট মাসে হোসেনপুর উপজেলা সদরের কুড়িঘাট এলাকায় (কুড়িঘাট বধ্যভূমি নামে স্বীকৃত) পাকিস্তানি হানাদার বাহিনী তাদের এদেশীয় রাজাকার, আলবদর, আলসামস ও শান্তি কমিটির লোকজনের সহযোগিতায় দেশপ্রেমিক স্বাধীনতাকামী নিরীহ ১৪৬ জন নারী-পুরুষকে হত্যা করে।  

বাংলাদেশ সময়: ২১১৬ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২১
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।