ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

গোপালগঞ্জে ইটভাটায় অভিযান, জরিমানা সাড়ে ৫ লাখ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৮ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২১
গোপালগঞ্জে ইটভাটায় অভিযান, জরিমানা সাড়ে ৫ লাখ

গোপালগঞ্জ: নানা অনিয়মের দায়ে গোপালগঞ্জ সদর উপজেলায় অভিযান চালিয়ে ৪ ইটভাটাকে সাড়ে ৫ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২২ ডিসেম্বর) বিকেলে গোপালগঞ্জ জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর যৌথভাবে অভিযান চালি এ জরিমানা আদায় করেন।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মামুন খান বাংলানিউজকে জানান, ভাটায় অবৈধভাবে কাঠ পোড়ানো, লাইসেন্সের নীতিমালা না মানাসহ নানা অনিয়মের মাধ্যমে ইট প্রস্তুত করার দায়ে সাফা ব্রিকসকে ৫০ হাজার, শরীফ ব্রিকসকে ১ লাখ, গোল্ডেন ব্রিকসকে ২ লাখ ও নিগি ব্রিকসকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।

আগামীতে জেলার সব ভাটায় পর্যায়ক্রমে অভিযান পরিচালনা করা হবে বলেও জানান তিনি।

অভিযানকালে গোপালগঞ্জ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আসাদুজ্জামানসহ ভাটা মালিকরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।