ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

শীতের রাতে সিলেটে হঠাৎ বৃষ্টি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫৫ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২১
শীতের রাতে সিলেটে হঠাৎ বৃষ্টি

সিলেট: দিনভর সিলেটের আকাশ ছিল কুয়াশাচ্ছন্ন। প্রকৃতিতে বইছিল মৃদু বাতাস।

তাতে শীতের প্রভাব থাকলেও সূর্যের আলোক রশ্মিতে ছিল প্রশান্তি। তবে সন্ধ্যাকালেই আকাশ মেঘাচ্ছন্নতার কারণে শীতের মাত্রা বাড়তে থাকে। আর রাতেই হয়ে গেল এক পসলা বৃষ্টি।  

গত ক’দিন ধরে সিলেটে বৃষ্টির পূর্বাভাস দিয়ে আসছিল আবহাওয়া অধিদপ্তর। তাদের সেই সম্ভাবনা সত্যি হলো বুধবার (২২ ডিসেম্বর) রাতে। রাত ৯টার পর আকাশে মেঘের গর্জন শুরু হয়। রাত ১০টার দিকে সিলেটের বিভিন্ন স্থানে কোথাও গুঁড়ি গুঁড়ি, কোথাও মাঝারি ধরণের বৃষ্টি শুরু হয়।  

এদিকে, শীতের রাতে হঠাৎ বৃষ্টির কারণে বিড়ম্বনায় পড়ে পথচারীরা। সেই সঙ্গে ফুটপাতে বসা শীতের কাপড় বিক্রেতাসহ ভ্রমমাণ ব্যবসায়ী ও হকারদের বৃষ্টি থেকে মালামাল রক্ষায় তড়িঘড়ি করতে দেখা যায়।   

এর আগে মঙ্গলবার (২১ ডিসেম্বর) সিলেট অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস দেয় আবহাওয়া বিভাগ। সিলেট বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে এবং তাপমাত্রাও কিছুটা কমতে পারে বলেও জানানো হয়। সেসঙ্গে সিলেট অঞ্চলের উপর দিয়ে বয়ে যাওয়া শৈত্যপ্রবাহ দূর হতে পারে বলেও জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সিলেট আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়, সিলেটের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকবে। একাধিক স্থানে হালকা বৃষ্টি/ মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) সকালের দিকে এলাকার কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। এছাড়া রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সিলেট শহরের আজকের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪ ডিগ্রি এবং সিলেট শহরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬দশমিক ৬ ডিগ্রী সেলসিয়াস। এছাড়া সন্ধ্যা ৬টা পর্যন্ত ০ দশমিক ২ মিলি মিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।

বাংলাদেশ সময়: ০২৫৫ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২১
এনইউ/জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।