ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

২০-২২ জানুয়ারি কুয়াকাটায় বিচ কার্নিভাল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৬ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২১
২০-২২ জানুয়ারি কুয়াকাটায় বিচ কার্নিভাল

পটুয়াখালী: বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উদ্যোগে সমুদ্রসৈকত কুয়াকাটায় দ্বিতীয় বার হতে যাচ্ছে বিচ কার্নিভাল। আগামী ২০-২২ জানুয়ারি তিন দিনব্যাপী এই বিচ কার্নিভাল অনুষ্ঠিত হবে।

বুধবার (২২ ডিসেম্বর) বিকেলে কুয়াকাটা পর্যটন মোটেল অ্যান্ড ইয়ুথ ইনের সম্মেলনকক্ষে কুয়াকাটা সমুদ্র সৈকতের সৌন্দর্যবর্ধন ও উন্নয়ন বিষয়ক আলোচনা সভায় কুয়াকাটা বিচ ম্যানেজমেন্ট কমিটির সভাপতি ও জেলা প্রশাসক কামাল হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

জেলা প্রশাসক বলেন, কুয়াকাটায় জাঁকালোভাবে ২০ থেকে ২২ জানুয়ারি টানা তিনদিন বিচ কার্নিভাল অনুষ্ঠিত হবে। বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের আয়োজনে জেলা প্রশাসনের বাস্তবায়নে বিচ কার্নিভালে থাকবে তিন দিনব্যাপী বিভিন্ন বিচ অ্যাক্টিভিটিস ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ পুরো কুয়াকাটা সাজবে রঙিন সাজে। দেশের নামি-দামি শিল্পীদের আগমন ঘটবে এই কার্নিভালে।

এছাড়াও সেমিনারে শুঁটকিপল্লিকে সৈকত থেকে সরিয়ে নির্দিষ্ট স্থানে নেওয়া, সৈকত এরিয়ায় কোন যানবাহন প্রবেশ করতে না দেওয়া, পুরো কুয়াকাটাকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, আবাসিক সব হোটেলের লাইসেন্স নিশ্চিত করা, প্রত্যেক খাবার ও আবাসিক হোটেলের ভাড়া ও খাবারের দাম নির্ধারণ করে লিস্ট টানিয়ে রাখাসহ অনেকগুলো সিদ্ধান্ত নেওয়া হয়।

এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর, অতিরিক্ত জেলা প্রশাসক মো. হুমায়ুন কবির, কলাপাড়া উপজেলা চেয়ারম্যান এসএম রাকিবুল আহসান, বিচ ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু হাসনাত মোহাম্মদ শহীদুল হক, কুয়াকাটা পৌরসভার মেয়র আনোয়ার হাওলাদার,  কলাপাড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আলী আহম্মদ, হোটেল মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সেক্রেটারি জেনারেল মোতালেব শরীফ, ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব কুয়াকাটা টোয়াক প্রেসিডেন্ট রুমান ইমতিয়াজ তুষার ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোন পুলিশ পরিদর্শক হাসনাইন পারভেজসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ০৭২৫ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২১
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।