ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

গোপালগঞ্জ সড়ক জোনে গণশুনানি অনুষ্ঠিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৯ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২১
গোপালগঞ্জ সড়ক জোনে গণশুনানি অনুষ্ঠিত

গোপালগঞ্জ: জাতীয় শুদ্ধাচার কৌশল কর্ম পরিকল্পনা ও পরিবীক্ষণ কার্যক্রমের ক্রমিক নম্বর ৩.৩ অনুযায়ী সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে গোপালগঞ্জে প্রাতিষ্ঠানিক গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) দুপুরে সড়ক ও জনপথ বিভাগ চত্বরে অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সুরুজ মিয়ার সভাপতিত্বে এ গণশুনানি অনুষ্ঠিত হয়।

গণশুনানিতে গোপালগঞ্জ সড়ক জোনের বিভিন্ন সড়ক সমস্যার কথা তুলে ধরেন উপস্থিত বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। সাধারণ মানুষের কথা মনোযোগের সঙ্গে শুনে সমস্যা সমাধানে করণীয় শীর্ষক দিক নির্দেশনা দেন সড়ক জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও নির্বাহী প্রকৌশলীরা।

এ সময় ফরিদপুর সড়ক সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহসানউদ্দিন আহম্মেদ, মাদারীপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. রফিকুল ইসলাম, গোপালগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. জাহিদ হোসেন, শরীয়তপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী রেদয়ানুল ইসলাম, ফরিদপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী ফারহান ইমরান, গোপালগঞ্জ বিআরটিএ-এর সহকারী পরিচালক লাইলাতুল মাওয়া, বাস মালিক সমিতির সভাপতি মো. ইলিয়াস হোসেন, গোপালগঞ্জ টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মোজাম্মেল হোসেন মুন্না, রিপোর্টার্স ফোরামের সভাপতি মো. নজরুল ইসলামসহ অনেকে। শুনানি সঞ্চারনা করেন গোপালগঞ্জ সড়ক বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী কমলেশ বিশ্বাস।  

শুনানিতে গোপালগঞ্জ সড়ক জোনের আওতাধীন বিভিন্ন বিভাগের প্রকৌশলীরা, বিভিন্ন জেলার গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৬৪৭ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২১
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।