ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বসুন্ধরা গ্রুপের ৫০০ কম্বল পেয়ে খুশি খুলনার শীতার্তরা 

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০০ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২১
বসুন্ধরা গ্রুপের ৫০০ কম্বল পেয়ে খুশি খুলনার শীতার্তরা 

খুলনা: দেশের শীর্ষ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে খুলনায় ৫০০ শীতার্তের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) দুপুরে খুলনার লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে দৈনিক কালের কণ্ঠ শুভসংঘের আয়োজনে এ কম্বল বিতরণ করা হয়।

খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) মেয়র তালুকদার আব্দুল খালেক প্রধান অতিথি থেকে শীতার্তদের মাঝে কম্বল তুলে দেন। বসুন্ধরার কম্বল পেয়ে আবেগাপ্লুত শীতার্তরা।

কেসিসির প্যানেল মেয়র আলী আকবর টিপুর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন কালের কণ্ঠ শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান, কালের কণ্ঠের খুলনা ব্যুরো প্রধান গৌরাঙ্গ নন্দী, বাংলাদেশ প্রতিদিন ও নিউজটোয়েন্টিফোরের ব্যুরো প্রধান সামসুজ্জামান শাহীন, নিজস্ব প্রতিবেদক কৌশিক দে, শুভসংঘের কেন্দ্রীয় কমিটির সদস্য রাফি, জীবন, জেবিন, শুভসংঘের খুলনা জেলা শাখার সভাপতি বিপুল কান্তি চৌধুরী, সাধারণ সম্পাদক মো. আবু সাঈদ খান, সহসভাপতি দয়াল কৃষ্ণ সানা, কাজী মাহবুব রহমান, নজির আহম্মেদ, যুগ্ম সাধারণ সম্পাদক কার্তিক চন্দ্র দাশ, রাজিব সরকার রাহুল, মুহাইমিনুল ইসলাম মাহিন, সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল কাদের সুমন, ইদ্রিস আলী জোয়ার্দার, কোষাধ্যক্ষ মো. ইয়াছিন আরাফাত, সহসম্পাদক চিরঞ্জিত সরকার, উপক্রীড়া সম্পাদক সিদ্ধার্থ সরকার, সদস্য জয়ন্ত সরদার প্রমুখ।

এ সময় খুলনা সিটি মেয়র বলেন, শীতে যেন কোনো মানুষ কষ্ট না পায়, এ জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা নানা উদ্যোগ নিয়েছেন। তিনি তৃণমূল পর্যায়ে শীতবস্ত্র প্রদান করছেন। পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান হিসেবে বসুন্ধরা গ্রুপের এই উদ্যোগও প্রশংসনীয়। সব মানুষ সামর্থ্য অনুযায়ী অসহায় মানুষের পাশে দাঁড়ালে সমাজে কারও কষ্ট থাকবে না।

গল্লামারি এলাকার ষাটোর্ধ্ব শান্তি দাস বলেন, আমার স্বামী নেই। ছেলেটি অসুস্থ হয়ে ঘর পড়ে আছে। এই কম্বলটা ওরে দেব, শীতের হাত থেকে তো বাঁচতে পারবে। যারা কম্বলটা দিলেন, তারা যেন অনেক দিন বেঁচে থাকে। সৃষ্টিকর্তা তাদের ভালো রাখুক।

শুভসংঘ খুলনায় দুই হাজার মানুষের মাঝে শীতবন্ত্র বিতরণ করবে। বৃহস্পতিবার পাঁচ শতাধিক মানুষের শীতবস্ত্র তুলে দেওয়া হয়। খুলনায় কর্মসূচির দ্বিতীয় দিনে শুক্রবার (২৪ ডিসেম্বর) উপকূলীয় উপজেলা কয়রা, পাইকগাছাসহ বিভিন্ন স্থানে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হবে।  

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২১
এমআরএম/জেএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।